নিউজ ডেস্ক »
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অফস্পিনিং অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ তারই সতীর্থ দলের অন্যতম সেরা ব্যাটসম্যান মুশফিকুর রহিমকে নিজের আইডল মানেন। মুশফিকের নিবেদন, ক্রিকেটের প্রতি ভালোবাসা আর অসাধারণ ব্যাটিং শৈলীর কারণেই মূলত মুশফিককে আইডল মানা।
সম্প্রতি সাকিব আল হাসান ও ইমরুল কায়েসের রেস্টুরেন্ট ‘সাকিব’স ৭৫’ রেস্টুরেন্টের ফেসবুক লাইভে আসেন মিরাজ সহ আরও ৪ ক্রিকেটার। মিরাজ এই লাইভেই তার আইডলের কথা জানান।
তিনি বলেন,”উনার ব্যাটিং আমার খুব ভালো লাগে। আমি মুশফিক ভাইকে অনেক ফলো করি। মুশফিক ভাইয়ের ব্যাটিং আমার অনেক ভালো লাগে। জাতীয় দলের সবাই আমাকে ছোটা রহিম বলেও ডাকে। ব্যাপারটা আমার খুব ভালো লাগে।”
মুশফিকের সাথে ভালো ভালো জুটি আছে জানিয়ে মিরাজ আরও বলেন, “জাতীয় দলে আমার যত বড় বড় পার্টনারশীপ সব মুশফিক ভাইয়ের সাথেই। বিপিএলেও একটা জুটি আছে ১৭০ রানের, সেটাও মুশফিক ভাইয়ের সাথে।”
নিউজক্রিকেট/আরআর