জয়ের খোঁজে আফগানিস্তানের মুখোমুখি বাংলাদেশ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ফরম্যাটে বাজে পারফরম্যান্সের পর আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজে ঘুরে দাঁড়াতে চায় লাল-সবুজের দল।দীর্ঘ ৮ মাস পর আজ আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে  ওয়ানডে ফরম্যাটে ফিরছে বাংলাদেশ।

আজ শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল ৪টায় শুরু হবে প্রথম ওয়ানডে। প্রথমবার আফগানদের হোম সিরিজের অংশ হচ্ছে টাইগাররা। আফগানিস্তানের বিপক্ষে ১৬ ম্যাচ খেলে ১০টিতে জয় ও ৬টিতে টাইগাররা হেরেছে

চলতি বছর তিনটি দ্বিপাক্ষিক তিনটি ওয়ানডে সিরিজ খেলে দুটিতে জয় পেয়েছে আফগানরা। শ্রীলংকা সফরে হারলেও নিজেদের ভেন্যু হিসেবে পরিচিত সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আয়ারল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জিতে নেয়। আইরিশদের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ ২-০ এবং প্রোটিয়াদের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল আফগানিস্তান।

চলতি বছর মাত্র একটি ওয়ানডে সিরিজ খেলেছে বাংলাদেশ। গত মার্চে ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল স্বাগতিকরা।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »