নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
দারুণ ছন্দে থাকা নিউজিল্যান্ডের হঠাৎ কি হলো!বিশ্বকাপে হঠাৎ করেই যেন ছন্দপতন হচ্ছে নিউজিল্যান্ডের। প্রথম চার ম্যাচ জেতার পর টানা তিন ম্যাচে হার। কোনো কূলকিনারা খুঁজে পাচ্ছে না নিউজিল্যান্ড। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৯০ রানের বড় পরাজয়ে টেবিলের চার নম্বরে নেমে গেছে কিউইরা।
ছোট মাঠে এমন বড় হার কোনভাবে হজম করতে পারছেন না কিউই কাপ্তান টম লাথাম।ম্যাচ হেরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে অধিনায়ক টম লাথামের কণ্ঠেও তাই হতাশার প্রতিচ্ছবি। ‘তাদেরকে ৩৩০ রানের ভেতর আটকে রাখা উচিত ছিল। আমরা পারিনি। এই মাঠটি ছোট এবং ব্যাটিং সহায়ক। আমরা ব্যাটিংয়ে প্রথম ১০ ওভারেই ম্যাচ থেকে ছিটকে গেছি। তারা নিজেদেরকে অনেক ভালো অবস্থায় নিয়ে গেছে যেখান থেকে আমরা জুটি গড়তে পারিনি। খুব হতাশাজনক।
ম্যাচ হারলেও ডি কক ও ডুসেনের জুটির প্রশংসা করেন লাথাম। ‘আমাদের পারফরম্যান্স আশানরূপ ছিল না। আমরা খুব চাপে পড়ে গেছিলাম ডি কক ও ডুসেনের জুটির সময়। এই লক্ষ্যটাও বড় ছিল। ব্যাটিংয়ে তাদের মতই জুটি গড়ার দরকার ছিল আমাদের কিন্তু পারিনি।