ছেলের অনুপ্রেরণায় বদলে গেছেন রিয়াদ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

চলতি বিশ্বকাপে টাইগার ক্রিকেটারদের ব্যর্থতার মাঝে একমাত্র স্রোতের বিপরীতে লড়াই করছেন মাহমুদউল্লাহ রিয়াদ।এখনো অব্দি দলের একমাত্র সফল ব্যাটার বলতে মাহমুদউল্লাহ রিয়াদ ছাড়া আর অন্য কারো নাম সামনে নেই।

অথচ এই রিয়াদেরই বিশ্বকাপে খেলার কথা ছিল না।
রিয়াদকে বিদায় করতে নীলনকশা তো আর কম হলো না! তবুও রিয়াদ ঠিকই নিজের উপর আস্থা রেখে চেষ্টা চালিয়ে গিয়েছিলেন।সব শঙ্কা কাটিয়ে রিয়াদ বিশ্বকাপে খেলছেন, শুধু খেলছেন বললে তার সাথে অন্যায় হবে। বলা যায়, বাংলাদেশকে টানছেন তিনি। টুর্নামেন্টে টাইগারদের হয়ে এখন পর্যন্ত সেরা ব্যাটার তিনি। রিয়াদের দুর্দান্ত খেলার পেছনে ছেলের অবদান রয়েছে বলে জানিয়েছেন তার স্ত্রী।

বিশ্বকাপ চলাকালীন রিয়াদকে ভিডিও বার্তায় অনুপ্রেরণা দেন তার ছেলে রাঈদ। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন মিষ্টি। ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, “এভাবেই রাইদ তার বাবাকে অনুপ্রাণিত করেছিল। এটা ছিল পুরোটাই চমক এবং টিম মিটিং রুমে অনুপ্রেরণা হিসেবে দেখানো হয়েছে!আলহামদুলিল্লাহ, সে এই বিশ্বকাপকে বিশেষ করে তুলতে পারে, মাশাআল্লাহ!”

সেই ভিডিওতে রিয়াদের উদ্দেশ্যে রাইদকে বলতে শোনা যায়, “আমি জানি তুমি এই বিশ্বকাপটাকে স্পেশাল করে রাখতে চাও। আমি বিশ্বাস করি তুমি পারবে। শুভ কামনা বাবা, তুমি আমার গল্পের নায়ক”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »