https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-1/c0.0.240.240a/p240x240/51944597_2359806007364192_9161774462004101120_n.jpg?_nc_cat=102&_nc_eui2=AeFcipYmUQ-zg44wTqI_uZtpFgfJ4Exn1XfSEN67qwlIW2D6Rn9MoK6IjCWRQM0f2UXeldOwo28xNalSOoWbLYyQiCB4RD_YmCz3baSliAHc9w&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=340b0eaa925f43012c08a04eecfc634d&oe=5D09FC50 »
আইপিএলের ৩৩তম ম্যাচে চেন্নাই সুপার কিংসের জয়রথ থামালো সানরাইজার্স হায়দ্রাবাদ। চেন্নাইকে অরেঞ্জ আর্মিরা হারিয়েছে ৬ উইকেটের বড় ব্যবধানে।
ধোনি বিহীন চেন্নাই সুপার কিংস শুরুতে টস জিতে ব্যাট করতে নেমে শেন ওয়াটসন এবং ফাফ ডু প্লেসিসের ব্যাটে দারুণ শুরু পায়। এই দুই ওপেনার মিলে গড়েন ৭৯ রানের জুটি। তবে ওয়াটসন ৩১ এবং প্লেসিস ৪৫ রানে ফিরে গেলে যেন চেন্নাইর রানের চাকা থেমে যায়। শেষ দিকে রাইডুর ২১ বলে অপরাজিত ২৫ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে মাত্র ১৩২ রানের পুঁজি পায় চেন্নাই।
ছোট লক্ষ্যে খেলতে নেমে হায়দ্রাবাদের দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও বেয়ারস্টো মিলে ঝড় তোলেন ক্রিজে। ওয়ার্নার মাত্র ২৫ বলে অর্ধশতক হাঁকিয়ে ফিরে গেলেও বেয়ারস্টোর ঝড় থাকে অব্যাহত। বেয়ারস্টোর ৪৪ বলে অপরাজিত ৬১ রানে ৬ উইকেট ও ১৯ বল হাতে রেখেই ম্যাচ জিতে নেয় হায়দ্রাবাদ।