চীনের টাকায় সমস্যা দেখছে না বিসিসিআই

নিউজ ডেস্ক »

আইপিএলের টাইটেল স্পন্সর চায়না কোম্পানি ভিভো। শুধু এবার ই নয় চুক্তি রয়েছে আরো ৩ বছরের। তবে সীমান্তে ভারত-চীনের বিরোধের কারণে কথা উঠছে ভিভোর সাথে চুক্তি বাতিল করার। তবে এখন চুক্তি বাতিল করে ঝামেলা করতে চায় না আইপিএল কর্তৃপক্ষ। করোনার প্রকোপে এমনিতেই আইপিএল আয়োজন নিয়ে হিমসিম খেতে হচ্ছে আয়োজকদের। এর মধ্যে স্পন্সর বাতিল করলে নতুন স্পন্সর খোঁজার ঝামেলাও পোহাতে হবে।

সরকারি নির্দেশ ছাড়া ভিভোই নয়, কোনো চায়না কোম্পানির সাথে চুক্তি বাতিল করবে না ভারতীয় কোম্পানিগুলো। তবে বিসিসিআই এর কোষাধ্যক্ষ অরুন ধুমাল জানিয়েছেন, ‘ভবিষ্যতে স্পন্সরের ব্যাপারে দেশের স্বার্থকে প্রাধান্য দেওয়া হবে’।

তার কথায় স্পষ্টত যে, ভবিষ্যতে ভিভোর সাথে কিংবা বাইরের কোম্পানি গুলোর সাথে চুক্তিতে ইচ্ছা নেই বিসিসিআই এর।

তিনি আরো বলেন, ‘সীমান্তে ভারতীয় সেনার ওপর চীনের আক্রমণের পর আগামী দিনে চীনের সাথে যেকোনো চুক্তি বর্জন করবে বিসিসিআই। ভারতীয় সংস্থাকেই আগামী দিনে গুরুত্ব দিবে বোর্ড। তিনি আরো উল্লেখ করেন, ভিভোর সাথে চুক্তি করেছিলেন বোর্ডের আগের পর্ষদের সদস্যরা। তাই এই চুক্তিকে সম্মান করতে হবে। এই সংস্থার থেকে বোর্ড টাকা পেলে তার একটি অংশ করের মাধ্যমে সরকারের অর্থ ভান্ডারে যাচ্ছে যা পরোক্ষভাবে দেশের ই লাভ হচ্ছে।’

নিউজক্রিকেট/এইচএএম

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »