দুর্জয় দাশ গুপ্ত, সিলেট থেকে »
চায়ের দেশ সিলেটে আজ শুরু হয়েছে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সিরিজের প্রথম ম্যাচে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলপতি মাশরাফি বিন মোর্ত্তাজা।
এর আগে সিরিজের একমাত্র টেস্টে মিরপুরে সফরকারী জিম্বাবুয়েকে ইনিংস ব্যবধানে হারায় স্বাগতিক বাংলাদেশ। এদিকে এই ম্যাচ দিয়ে লম্বা বিরতির পর আবারো জাতীয় দলের জার্সি গায়ে মাঠে ফিরছেন ক্যাপ্টেন ফ্যান্টাসিক মাশরাফি বিন মোর্ত্তাজা৷ ইংল্যান্ড বিশ্বকাপের পরে এবারই জাতীয় দলের জার্সিতে মাঠে ফিরছেন ম্যাশ৷ সবশেষ বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে খেলেছিলেন মাশরাফি৷
দু’দলের একাদশ :
বাংলাদেশ: তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহীম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, সাইফুদ্দীন, মাশরাফি মোর্তাজা (অধিনায়ক), তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।
জিম্বাবুয়ে: চামু চিবাবা (অধিনায়ক), তিনাশে কামুনুকামে, ব্রেন্ডন টেইলর (উইকেটরক্ষক), সিকান্দার রাজা, রেগিস চাকাভা, রিচমন্ড মুতাম্বামি, টিনোটেন্ডা মুতোম্বোজি, ডোনাল্ড টিরিপানো, ওয়েসলি মাধেব্রে, ক্রিস মোফু ও চার্ল মুম্বা।