সাকিব শাওন »
লিটন দাস একজন প্রতিভাবান খেলোয়াড়ের নাম। ব্যাটিং স্টাইল,ক্রিজে স্ট্রাইক রোটেট করে খেলা সবই যেনো আছে এই উইকেটরক্ষক ব্যাটসম্যানের মধ্যে।
এর আগে ওয়ানডে ক্যারিয়ারে ছিলো ১ টি সেঞ্চুরি আজ সেটা ২ টিতে পরিণত করলেন এই ওপেনার। ৯৫ বলে ১০ চার এবং ১ ছয়ের বিনিময়ে সেঞ্চুরি পূর্ণ করেন লিটন দাস। এছাড়া ওয়ানডে ক্যারিয়ারে ৪ টি ফিফটিও রয়েছে তাঁর ঝুলিতে।
দিনের শুরুতে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা টসে জিতে ব্যাটিং সিধান্ত গ্রহণ করেন। ব্যাটিং আসেন বাংলাদেশের দুই ওপেনার তামিম ইকবাল এবং লিটন দাস। স্লো ব্যাটিং শুরুর পরও তামিম ২৪ রান করে লেগ বিফোরের ফাঁদে পড়ে বিদায় নিলেও আরেক ওপেনার লিটন দাস তুলে নেন ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। শান্ত ২৯ রান করে তিনিও লেগ বিফোরের ফাঁদে পড়ে বিদায় নেন। এছাড়া মুশফিক এখন রয়েছেন ১৬* রানে অপরাজিত।
দলীয় রান এই মুহুর্তে ১৭৭/২ উইকেটের বিনিময়ে।