নিউজ ডেস্ক »
ক্রিকেটের বিশ্বের সব চেয়ে বড় জমকালো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ আইপিএল। এই লিগে খেলার জন্য মুখিয়ে থাকেন অনেক নামীদামি ক্রিকেটাররা। কারণ একটাই আইপিএলে অনেক অর্থের ফুলঝুরি। নিলামের মধ্যে খেলোয়াড় বেচাকেনা হয়ে থাকে। তবে কিভাবে এলো আইপিএলে এই নিলাম? জানিয়েছেন আইপিএলের সাবেক পরিচালনা প্রধান সুন্দর রমন।
অবাক হলেও সত্য আইপিএল নিলামের ভাবনা আসে এক চায়ের আড্ডা থেকেই। আইপিএলের শুরুর সময় ফ্র্যাঞ্চাইজি দলের সবাই খেলোয়াড় ভাগ করতে মিটিংয়ে বসেছিলেন সেখান থেকেই আসে এই সিদ্ধান্ত। সুন্দর রমন বলেন, ‘একদিন সন্ধ্যার সময় নিলামের এই ভাবনা মাথায় আসে। আমরা খুব ব্যাস্ত ছিলাম তখন। ফ্র্যাঞ্চাইজি দল গুলো ভাগ হয়ে গেছে কিন্তু খেলোয়াড় ভাগ করা বাকি ছিলো। খেলোয়াড়দের ভাগ কিভাবে করা হবে তা খুব ভাবা হচ্ছিলো।’
এমন সময়েই নাকি এই নিলামের কথা মনে হয়। একজন ফ্র্যাঞ্চাইজি মালিক প্রস্তাব দেন খেলোয়াড়দের বেচাকেনার জন্য নিলামেত মাধ্যমের। সুন্দর আরো বলেন, ‘সৌরভ কলকাতার, বীরেন্দ্র শেবাগ দিল্লিতে, শচীন মুম্বাই ও যুবরাজ পাঞ্জাবের হয়ে খেলার সিদ্ধান্ত হয়ে যায়। এইভাবে খেলোয়াড় ভাগ করা নিয়ে চিন্তায় ছিলাম। তখন এক ফ্র্যাঞ্চাইজি মালিক বলেন আমরা ক্রিকেটারদের নিয়ে ডিল করছি না কেন? এরপর আমরা সবাই এটা নিয়ে ২ মিনিট ভেবে বললাম ভালো পরামর্শ। কেনা বেচা নিয়ে আগ্রহ তৈরী হবে। তারপর এই থেকেই নিলাম শুরু।’
নিউজক্রিকেট/রীম