নিউজ ডেস্ক »
ক্রিকেটকে বলা হয় বুদ্ধিমানের খেলা। শারীরিক সক্ষমতার সঙ্গে মানসিক ক্ষমতারও পরিক্ষা নেয় এই ক্রিকেট। শারীরিক ভাবে চাঙ্গা থাকার পাশাপাশি মানসিকভাবেও প্রস্তুত থেকেই ক্রিকেটের মাঠে নামতে হয় বলেই জানে সবাই। অনেক ক্রিকেটার এই চাপ সহ্য করতে না পেরেই ঝড়ে পরে ক্রিকেট থেকে। তবে বাংলাদেশ জাতীয় দলের টেস্ট অধিনায়ক মুমিনুল চাপ থাকলে ভালো খেলার তাগিদ বাড়ে বলে মনে করেন।
শনিবার ফেসবুকে তামিম ইকবালের সাথে লাইভে এসে বিভিন্ন কথার প্রসঙ্গে এসব কথা বলেন মুমিনুল। হঠাৎ করেই নতুন অধিনায়ক ঘোষণা। দলে তার থেকেও সিনিয়র প্লেয়ার৷ প্রথম এ্যাসাইনমেন্ট ছিলো ভারতের বিপক্ষে। সব মিলিয়ে অনেকটা স্নায়ু চাপেও ভুগছিলেন বটে। তবে সেটিকে কাজে লাগিয়ে ভালো খেলার দিকেই মন অধিনায়ক মুমিনুলের। মুমিনুল হক বলেন,’ আপনারা আরও ৫ – ৬ বছর খেলবেন, এটা আমাকে অনুপ্রাণিত করে। সৌম্য, লিটন, মিঠুনরা ভালো করছে। একটু চাপ তো থাকেই। টেস্ট ক্রিকেটে সবসময়ই চাপ। চাপ থাকলে ভালো করার তাগিদও থাকে।’
এছাড়াও অধিনায়কত্ব পেয়েই দলকে এগিয়ে নেওয়ার কথা ভেবেছিলেন মুমিনুল। দলে সিনিয়র এবং জুনিয়র মিলে বেশ ভালো একটা দলই নাকি পেয়েছেন মুমিনুল হক৷ মুমিনুলের ভাষায়, ‘অধিনায়কের প্রস্তাব পেয়ে আমার মনে হয়েছিল, এটাই বাংলাদেশের সবচেয়ে ভালো টেস্ট দল। আমার কাছে তখন ৪ জন সিনিয়র খেলোয়াড় যারা ১০ বছর ধরে খেলছে, ৩-৪ জন ভালো জুনিয়র খেলোয়াড় আছে, ভালো ভালো স্পিনারও আছে। মনে হচ্ছিল এটা ভালো চ্যালেঞ্জ ও সুযোগ হবে আমার জন্য, একইসাথে টেস্ট ক্রিকেটকে এগিয়ে নেওয়ার ভালো সুযোগ।’
বাংলাদেশ সময়: ১১:০০ এএম
নিউজ ক্রিকেট২৪ / কেএমএএইচ