নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
টেষ্টে খুব একটা ভাল সময় যাচ্ছেনা ইংল্যান্ড উইকেট রক্ষক ব্যাটসম্যান জস বাটলারের। গত ১৪ ইনিংসে নেই কোনো ফিফটি। তাই স্বাভাবিক ভাবে চাপের মধ্যে ছিলেন তিনি। অবশেষে ১৪ ইনিংস পর গতকাল পেলেন ফিফটি। ফিফটি পেয়েই স্বীকার করলেন কতটা চাপে ছিলেন তিনি।
সাউথহ্যাম্পটনে প্রথম টেষ্টে কফেন ৩৫ ও ৯ রান। দ্বিতীয় টেষ্টে করেন ৪০ ও ০ রান। এমন অবস্থায় তাকে বসিয়ে রাখার কথা উঠে। গত ১৪ ইনিংসে ভালো রান করতে না পারার চাপ ছিলো। তবে ৩য় টেষ্টের প্রথম ইনিংসেই পেলেন ফিফটির দেখা। করেছেন ৬৭ রান।
এই রান করতে পেরে কিছুটা স্বস্তিতে বাটলার। তিনি জানান জায়গা হারানোর চাপ ছিলো। তিনি বলেন,” হ্যাঁ, স্বাভাবিকভাবেই জায়গা হারানোর ভয়টা ছিল। কিন্তু আমি মনে করি মিডল অর্ডার ব্যাটিং করা আপনাকে আত্মবিশ্বাস যোগাবে। তবে দলের জন্য রান করাটাই বড়। এটা নিয়েই আমি বেশি চিন্তা করি।”
আপনি যেভাবে চাইবেন সেভাবে যদি পারফর্ম না করেন তাহলে আপনার দলের জন্যেও ভালো পারফর্ম করতে পারবেন না। আমি অবশ্যই চাপে ছিলাম। আমি লম্বা সময় ধরে খেলেছি। তাই এখন বুঝি, চাপে পড়লে কিভাবে খেলতে হয়।”— সাথে যোগ করেন বাটলার।
নিউজক্রিকেট/আরআর