চাইলেই চার-ছক্কা মারতে পারেন লিটন দাস

নিউজ ডেস্ক »

লিটন কুমার দাস, বর্তমান ক্রিকেট বিশ্বের অন্যতম দৃষ্টিনন্দন ব্যাটসম্যান মানা হয় তাকে। ক্রিকেট বিশেষজ্ঞরা তার দৃষ্টিনন্দন ব্যাটিং প্রশংসা করে যাচ্ছেন। গত ২০১৯ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের সাথে তার ব্যাটিংকে বিশ্বের শ্রেষ্ঠ চিত্রকর্ম মোনালিসার সাথে তুলনা করতে দ্বিধাবোধ করেননি মহান ধারাভাষ্যকার ইয়ান বিশপ। এবার লিটনকে নিয়ে তামিম ইকবাল বলেছেন, লিটন চাইলে ম্যাচের যেকোনো মুহূর্তে চার-ছক্কা মারতে পারে।

গতকাল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নবনিযুক্ত ওডিয়াই অধিনায়ক তামিম ইকবালের সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক লাইভ আড্ডায় যুক্ত হয়েছিলেন লিটন। ঐ লাইভে আরো উপস্থিত ছিলেন টেস্ট অধিনায়ক মুমিনুল হক সৌরভ এবং তরুণ তারকা ক্রিকেটার সৌম্য সরকার। বাউন্ডারি মারার ক্ষেত্রে লিটনকে অতিরিক্ত পরিশ্রম করতে হয়, তার স্বাভাবিক খেলাতেই চার-ছক্কা হয়ে যায় বলে মন্তব্য করেন তামিম। তার কথার সাথে একমত মুমিনুল হকও।

লিটনের ব্যাটিং নিয়ে কথা বলতে গিয়ে তামিম বলেন, ‘আমি বার বার তোকে (লিটনকে) অতিরিক্ত কিছু করতে যাসনা। তোর এমনিতেই হয়। আমাকে হয়ত জোর করে মারতে হয় বা ঝুকি নিতে হয়। কিন্তু তোর মাঝে এই গুণ আছে যে তুই সাধারণ ক্রিকেটীয় শট খেললেই বাউন্ডারি হয়ে যায়।’

এমন ব্যাটিংয়ের প্রমাণ লিটন ইতোমধ্যে অনেকবার দিয়েছেন। সেই এশিয়া কাপে ভারতের বিপক্ষে ১২১ রানের ইনিংসটি ছাড়াও গত জিম্বাবুয়ে সিরিজে তার সাবলীল ব্যাটিং সবার নজর কেড়েছে।

শুরুতে লিটনকে তার জাত চেনাতে কিছুটা বেগ পেতে হয়েছে। প্রথম ১৫-২০ ম্যাচে ইনিংসের শুরুতেই নিজের স্বভাবসুলভ আক্রমণাত্মক ব্যাটিং করতে যেতে আউট হয়ে যাচ্ছিলেন লিটন। কিন্তু বর্তমানেলিটন এটি কাটিয়ে উঠেছেন। ফলস্বরূপ গত বিপিএল, বিশ্বকাপ, জিম্বাবুয়ের সিরিজে দারুণ খেলেছেন লিটন।

বর্তমানে লিটনের ভাল খেলার পিছনে তার ব্যাটিংয়ে কোন পরিবর্তন এনেছেন কি না বা নতুন কিছু করছেন কি না জানতে চান তামিম। এ ব্যাপারে লিটন জানান, ‘এর আগে আমি নেটে খুব অল্প সময় ব্যাটিং করে চলে যেতাম। কিন্তু আমি অনুধাবন করলাম এটা করে আমি সফল নাও হতে পারি। অন্যকিছু চিন্তা করা উচিৎ। এখন অনেক বেশি অনুশীলন করি। তবে সবচেয়ে বড় ব্যাপার, আমি এখন বল দেরীতে খেলি। একটু দেরীতে খেললে বল ভালভাবে দেখা যায়। আমার জন্য শট খেলা সহজ হয়ে যায়।’

বাংলাদেশ সময়: ৩:২০ পিএম

নিউজক্রিকেট/এমএস

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »