চমক রেখে উইন্ডিজের বিপক্ষে দল ঘোষণা জিম্বাবুয়ের

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ঘরের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে জিম্বাবুয়ে। আসন্ন এই সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ের ক্রিকেট বোর্ড। যেখানে দলে সুযোগ পেয়েছেন গ্যারি ব্যালেন্স।

সম্প্রতি, ইংল্যান্ডের পাঠ চুকিয়ে নিজ জন্মভূমি জিম্বাবুয়েতে ফিরেছেন গ্যারি ব্যালেন্স। যেখানে জিম্বাবুয়ের হয়ে ইতোমধ্যেই ২টি ওয়ানডে ও ১টি টি-টোয়েন্টি ম্যাচেও খেলেছেন তিনি। এবার ঘরের মাঠে হয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাদা জার্সিতে খেলবেন ৩৩ বছর বয়সী বাঁহাতি টপ অর্ডার এই ব্যাটার।

২০২২ সালের জানুয়ারিতে আয়ারল্যান্ড সিরিজে জিম্বাবুয়ের হয়ে প্রথম মাঠে নামেন ব্যালেন্স। যেখানে ওয়ানডে সিরিজের ২টি ম্যাচে ও টি-টোয়েন্টিতে নিজের ক্যারিয়ারের অভিষেক ম্যাচ খেলেছেন তিনি। ওয়ানডেতে ৭৫ রান ও ক্যারিয়ারের অভিষেক টি-টোয়েন্টিতে ৩০ রান করেছেন ব্যালেন্স।

২০১৩ সালে ইংল্যান্ডের হয়ে অভিষেক হয়েছিল ব্যালেন্সের। এরপরে ২০১৪ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অ্যাশেজে সাদা জার্সিতে পা রাখেন তিনি।

ইংলিশদের হয়ে ২৩ টেস্ট ম্যাচ খেলেছেন তিনি। যেখানে ৪টি সেঞ্চুরি ও ৭টি হাফ-সেঞ্চুরিতে ১৪৯৮ রান করেন এই ব্যাটার। তবে ২০১৭ সালের পর থেকে ইংল্যান্ডের টেস্ট দল থেকে বাদ পড়েন ব্যালেন্স।

জিম্বাবুয়ের টেস্ট দল: ক্রেইগ আরভিন (অধিনায়ক), ব্রাডলি ইভান্স, গ্যারি ব্যালেন্স, চামুনোরওয়া চিভাভা, তানাকা চিভাঙ্গা, জয়লর্ড গাম্বি, ইনোসেন্ট কাইয়া, তানুনুরওয়া মাকোনি, ওয়েলিংটন মাসাকাদজা, কুদজাই মাউঞ্জে, ব্রান্ডন মাভুতা, রিচার্ড এনগারাভা, ভিক্টোর নিয়ুচি, মিল্টন শুম্বা, ডোনাল্ড তিরিপানো ও তাফাদজওয়া টিসিগা।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »