নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বৃষ্টির বাগড়ার পর দেশে এখন বেশিরভাগ সময়ই দিনের ভাগে দেখা যাচ্ছে ঝলমলে রোদ। এমনই এক রোদেলা দিনে সাগরিকায় শুরু হয়েছে টেস্ট ম্যাচ। আর সেখানে গরমের তাপে ঘাম ঝরছে ক্রিকেটারদের।
গতকাল রবিবার (১৫ মে) থেকে শুরু হয়েছে স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী শ্রীলঙ্কার মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট। ঝলমলে রোদে টিভি পর্দায় যারা খেলা দেখেছেন তারা স্বস্তিতে থাকলেও খেলোয়াড়রা ছিলেন অস্বস্তিতে।
চট্টগ্রাম যেহেতু সমুদ্র তীরবর্তী এলাকা, সেখানে লঙ্কান স্বাদ একটুআধটু পেতেই পারেন কুশল মেন্ডিস! তবে লঙ্কান ব্যাটার দাবি করলেন, বাংলাদেশে তথা চট্টগ্রামে শ্রীলঙ্কার চেয়েও বেশি গরম অনুভূত হচ্ছে তার।
প্রথম দিনের খেলা শেষে কুশল বলেন, ‘অনেক বেশি গরম। শ্রীলঙ্কার চেয়েও একটু বেশি!’
স্টেডিয়ামের নামটাও ‘সাগরিকা’। উইকেটও নাকি শ্রীলঙ্কার উইকেটের মত। নোনা জলের ঘ্রাণ, গরম আর উইকেট মিলিয়ে লঙ্কানরা তাই এখানে নিজ দেশের স্বাদ পাচ্ছেন।
কুশল বলেন,”আমার মনে হয় এখানকার পিচ শ্রীলঙ্কার মত। স্পিনাররা একই, ফাস্ট বোলাররাও একই। আশা করি বাংলাদেশের স্পিনার ও ফাস্ট বোলারদের সামলে নিতে পারব। মাঝে মাঝে হয়ত আউট হয়ে যাই… পরেরবার কী হয় তা অবশ্য জানি না!”