https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-1/c0.0.240.240a/p240x240/51944597_2359806007364192_9161774462004101120_n.jpg?_nc_cat=102&_nc_eui2=AeFcipYmUQ-zg44wTqI_uZtpFgfJ4Exn1XfSEN67qwlIW2D6Rn9MoK6IjCWRQM0f2UXeldOwo28xNalSOoWbLYyQiCB4RD_YmCz3baSliAHc9w&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=340b0eaa925f43012c08a04eecfc634d&oe=5D09FC50 »
আইসিসি ক্রিকেট বিশ্বকাপের জ্বরে জন্ম নেয়া ক্ষুদ্র ক্ষুদ্র উন্মাদনার বিস্ফোরণ ঘটতে যাচ্ছে চলতি মাসের ৩০ তারিখ। প্রতি চার বছর পর পর বিশ্ব আসরের এই আয়োজন নিয়ে দর্শকদের আগ্রহের কমতি নেই বিন্দু মাত্র। নিজেদের প্রিয় ক্রিকেটারদের নিয়ে হরেক রকম পাগলামি করে থাকে ক্রিকেট ভক্তরা। তবে এবার দেখা গেল ভিন্ন চিত্র। যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তানের এক যুবক কৃষি খামারে ঘাস দিয়ে তৈরি করে ফেললেন বিশ্বকাপ ট্রফি!
ঘাসের তৈরি বিশ্বকাপ ট্রফির ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ফলে নজর পড়ে আইসিসিরও। আইসিসি তাদের অফিশিয়াল টুইট অ্যাকাউন্টে ঘাসের তৈরি সেই ট্রফির ছবি সংযুক্ত করে লিখে, ‘আফগানিস্তানে ঘাস দিয়ে তৈরি করা হয়েছে এই অসাধারন বিশ্বকাপ ট্রফিটি। তাঁর জন্য রয়েছে আমাদের ভালোবাসা’
😍 WE. LOVE. THIS. 😍
A brilliant Cricket World Cup trophy made out of grass in Afghanistan, and we'd love to find the person who made it! pic.twitter.com/iAGdkgx5gE
— ICC Cricket World Cup (@cricketworldcup) May 1, 2019
এই যুবকের সম্পর্কে এখনও পুরোপুরি খোঁজ নেয়নি আইসিসি। ফলে জানা যায়নি তাঁর সম্পূর্ণ পরিচয় সম্পর্কে।