নিউজ ডেস্ক »
করোনা ভাইরাস প্রকোপের কারণে বর্তমানে দেশে বন্ধ রয়েছে সব ধরণের ক্রিকেট ম্যাচ। এমন অবস্থায় তাই অনেকটা গৃহবন্দী অবস্থায় দিন কাটাচ্ছে ক্রিকেটাররা। তার ব্যাতিক্রম নয় অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলী, তিনিও রীতিমত ক্লান্ত হয়ে পড়েছেন।
বর্তমান এই সময়টাকে টেস্ট ম্যাচের সাথে মনে করেছেন আকবর। টেস্টে যেমন দীর্ঘ একটা সময় ধরে ব্যাটিং করতে হয় বা অপেক্ষা করতে হয় ঠিক যেন এখনই মনে হচ্ছে সে সময়টা। প্রথম আলোর সাথে কথা বলায় এমনটি বলেন আকবর।
তিনি আরো বলেন ‘এখন পর্যন্ত আমার টেস্টে পথচলা শুরু না হলেও সেই টেস্টের স্বাদ যেন ঘরে বসেই পেয়ে যাচ্ছি, মনে হচ্ছে টেস্ট ম্যাচ চলছে। কিন্তু আমি ব্যাটিং করছি না। অন্য জনের ব্যাটিং দেখছি। আমার হাতে দেখা ছাড়া কোন অপশন নেই। সঙ্কটময় এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আল্লাহর কাছে দোয়া করছি। আপাতত বর্তমান নিয়ে ভাবছি, আজকের দিনটা কিভাবে পার করব, শুধু এটাই চিন্তাতে আসে।’
পবিত্র ঈদুল ফিতরের আগেই করোনা ভাইরাসের প্রকোপ অনেকটা কমে যাবে বলে আশা করছেন আকবর। তাঁর মতে, করোনা ভাইরাসের এই অভিজ্ঞতা জীবনে একদমই নতুন। আশা করছি ঈদের মধ্যেই সব স্বাভাবিক হয়ে যাবে। এর বেশি চিন্তা ভাবনা করতে পারি না।
বাংলাদেশ সময়: ০৪:০০ পিএম
নিউজক্রিকেট/এসএস