গাঙ্গুলি পরিবারে করোনার হানা, আক্রান্ত তিনজন

নিউজ ডেস্ক »

করোনাভাইরাস বা কোভিড-১৯ এর প্রভাব পড়েছে পুরো বিশ্বে। প্রতিনিয়ত আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। এবার করোনার থাবা পড়লো বিসিসিআই সভাপতি ও ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলির পরিবারে। গাঙ্গুলি পরিবারের তিনজন করোনা ভাইরাসে আক্রান্ত বলে জানা গেছে।

ভারতের বেশ কয়েকটি গণমাধ্যমের সূত্রানুযায়ী, সৌরভ গাঙ্গুলির বড় ভাই স্নেহাশিস গাঙ্গুলীর স্ত্রী এবং তার শ্বশুর-শাশুড়ি দুজনই কোভিড-১৯ পজিটিভ। তবে সৌরভের পরিবার থেকে এখনো এই ব্যাপারে কিছু জানানো হয়নি।

এ ব্যাপারে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দফতর থেকে বলা হয়েছে, প্রথমে সৌরভের ভাই স্নেহাশিস গাঙ্গুলীর স্ত্রী করোনা টেস্টে পজিটিভ হয়েছিলেন। এরপর উনার বাবা-মা অর্থাৎ স্নেহাশিসের শ্বশুর এবং শাশুড়িও এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বৈশ্বিক মহামারী কোভিড-১৯ মোকাবিলায় লকডাউনের শুরু থেকেই মাঠে নেমে কাজ করে যাচ্ছেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী। অসহায়-দুঃস্থ মানুষদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তিনি। কিন্তু এখন গাঙ্গুলি পরিবারের সদস্যদের আক্রান্ত হওয়ার খবর ভক্তদের চিন্তা বাড়িয়ে দিয়েছে।

জানা গেছে, বর্তমানে স্নেহাশিস গাঙ্গুলীর স্ত্রী, শ্বশুর এবং শাশুড়ি কলকাতার একটি বেসরকারি হাসাপাতলে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এছাড়া স্নেহাশিস গাঙ্গুলীর মোমিনপুরের বাড়িতে যিনি গৃহ পরিচারিকার কাজ করে থাকেন তিনিও করোনা টেস্টে পজিটিভ হয়েছেন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »