গাঙ্গুলিকে আইসিসির চেয়ারম্যান হিসেবে চান সাঙ্গাকারা!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

সবকিছু ঠিকঠাক হলে খুব দ্রুত আইসিসির চেয়ারম্যান পদে দেখা যাবে নতুন কাউকে। আইসিসির সাবেক চেয়ারম্যান শশাঙ্ক মনোহর আইসিসির এই পদ থেকে কিছুদিন আগে অব্যাহতি নেন। যার ফলে আইসিসির শূন্য এই চেয়ায়টি অপেক্ষায় নতুন অভিভাবকের। আইসিসির পরবর্তী চেয়ারম্যান কে হচ্ছেন এই নিয়ে আগ্রহের শেষ নেই ক্রিকেটাঙ্গনে! মাঝে একটা জোর গুঞ্জন শোনা যাচ্ছিল, ভারতের সাবেক অধিনায়ক ও বর্তমান ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলি আইসিসির চেয়ারম্যান পদের পরবর্তী উত্তরসূরি। যদিও নিজের বক্তব্যে বেশ কয়েকবার এই গুঞ্জনকে উড়িয়ে দিয়ে সৌরভ জানিয়েছিলেন বিসিসিআই এর সভাপতি পদ ছেড়ে এক্ষুনি আইসিসির প্রেসিডেন্ট পদ নেওয়ার ব্যাপারে আগ্রহী নন তিনি। তবে আইসিসির সভাপতি হিসেবে সৌরভ দায়িত্ব নিলে বিশ্ব ক্রিকেটের জন্য ব্যাপারটা দারুণ হবে বলে মনে করেন অনেকে।

সম্প্রতি আইসিসির প্রেসিডেন্ট পদ নিয়ে নিজের পছন্দের কথা জানিয়েছেন সাবেক লঙ্কান কিংবদন্তি কুমারা সাঙ্গাকারা। সৌরভদের প্রজন্মের এই লঙ্কান লিজেন্ড ক্রিকেটের স্বার্থে এই জায়গায় সৌরভকে উপযুক্ত মনে করছেন।

এই ব্যাপারে সাঙ্গাকারা বলেন: আমি যে দেশের হই না কেন! ভারতীয় হই বা শ্রীলঙ্কান হই, কিংবা অস্ট্রেলিয়ান বা ইংলিশ, ক্রিকেটে আমাদের মানসিকতা সবসময় আন্তর্জাতিক মানের হওয়া উচিৎ। কারন ক্রিকেটার হিসেবে আমি যা করছি বা করবো সেটা যেন পুরো ক্রিকেট বিশ্বের কল্যানের জন্য হয়।

আর এই জন্য এই দায়িত্বে সাঙ্গাকারার পছন্দের ও যোগ্য ব্যক্তিটি হলেন ইন্ডিয়ান ক্রিকেটে দাদা নামে খ্যাত সৌরভ গাঙ্গুলি।

সৌরভের উপর আস্থা রাখার কারন জানাতে গিয়ে সাঙ্গাকারা বলেন: সৌরভ বিসিসিআই এর চেয়ারম্যান হওয়ার আগেও আমি সৌরভকে দেখতাম, সে বিশ্ব ক্রিকেটারদের সাথে কিভাবে সূসম্পর্ক বজায় রেখে আসছে। তাই আইসিসির চেয়ারম্যান হিসেবে সৌরভ আমার কাছে সবচেয়ে যোগ্য প্রার্থী।

নিউজক্রিকেট টুয়েন্টিফোর / ইফতি মারুফ

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »