নিউজ ডেস্ক »
মায়ের চিকিৎসা করাতে গিয়ে আত্মীয়-স্বজনসহ বিভিন্ন জনের কাছে ঋণগ্রস্ত হয়ে পড়েছেন সিলেটের সামাজিক সংগঠন “মানবতার ফেরিওয়ালা” এর সেচ্ছাসেবী রায়হান আহমেদ। এখন চিকিৎসা করানোর মত কোনো টাকা তার কাছে নেই। এতদিন ধরে মানুষের বিপদে নিজের কথা না ভেবে রাত বিরাতে এগিয়ে আসা রায়হান এখন নিজেই বিপর্যস্ত। কি করবেন কিছুই ভেবে পাচ্ছেন না। ১৫ বছর বয়সে বাবাকে হারানো রায়হানের পৃথিবীটাই যে তার মা। ছোট ভাইকে নিয়ে ছুটছেন সমাজের বিত্তশালীদের দুয়ারে।
সিলেট নগরীর মহাজনপট্রি এলাকার বাসিন্ধা মোছা মুসলিমা আক্তার গলায় ক্যান্সারে আক্রান্ত (৪৭)।
রায়হান জানান, তিনি সিলেট সিটি কর্পোরেশনে কর্মরত আছেন। তিনি সিসিকে চাকরি করে সংসার চালান। জায়গা জমি ও অন্যান্য সম্পদ বলতেও নেই। শহরের ছোট্ট একটি ভিটে আছে বাবার রেখে যাওয়া। সেটাকে আকড়ে ধরেই বেঁচে আছেন মা আর ছোটভাইকে নিয়ে।
তিনি জানান, তার মা দীর্ঘদিন থেকে এই রোগে আক্রান্ত। আত্মীয় স্বজনদের কাছে থেকে টাকা নিয়ে মায়ের চিকিৎসা করিয়েছেন। কিন্তু তাতে কোনো লাভ হয়নি। মায়ের চিকিৎসা করাতে গিয়ে নিঃস্ব হয়ে গেছেন। এখন আর চিকিৎসা করানোর মতো টাকাও তার কাছে নেই।
জানা যায়, দীর্ঘদিন সিলেট নর্থইষ্ট মেডিকেল ভর্তি থাকার পরও কিন্তু সেখানকার চিকিৎসক রোগ নির্ণয় করতে পারেননি। পরে ঢাকা নর্থইষ্ট মেডিকেলে ভর্তি করা হলে সেখানে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে জানান, আয়েশা বেগমের গলায় ক্যান্সার হয়েছে।
রায়হানের পাশাপাশি মানবতার ফেরিওয়ালা নামক সেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা রায়হানের মায়ের জন্য ফান্ড কালেকশন করছেন। উন্নত চিকিৎসার জন্য রায়হান তার মাকে ভারতের চেন্নাইয়ে নিতে যেতে চান। কিন্তু সে এজন্য প্রয়োজন মোটা অঙ্কের অর্থ। সবার কাছে রায়হান আকূল আবেদন জানিয়েছেন যেন তার মায়ের জীবনের কথা চিন্তা করে হলেও সাধ্যমত সবাই এগিয়ে আসেন। আবার যেন তার মায়ের হাসিমুখটা দেখতে পায়।
যোগাযোগের ঠিকানাঃ
রায়হান আহমেদ, মহাজনপট্টি সিলেট।
ফোন: 01786928620,
বিকাশ/নগদ পারসোনাল: 01786928620.
বিকাশ: 01644148098