নিউজ ডেস্ক »
বাংলাদেশের ঘরোয়া লিগে দূর্নীতির কথা মোটামুটি ওপেন সিক্রেট। সবাই কম বেশি এটা নিয়ে অবগত আছেন। এরপর আবারো সরাসরি প্রকাশ্যে ঘরোয়া দূর্নীতি নিয়ে আলোচনা করলেন সাবেক ঘরোয়া ক্রিকেটের কোচ ও সাবেক অধিনায়ক খালেদ মাদুদ পাইলট।
এক অনলাইন আড্ডায় তিনি এসব নিয়ে কথা বলেন৷ তার কাছ থেকে জানতে চাওয়া হয় ঘরোয়া ক্রিকেটে তিনি কোচিং এখন আর করান না কেন। জবাবে পাইলট জানান ঘরোয়া ক্রিকেটে ভালো পরিবেশ কম, কোচিং করানোর পরিবেশ নেই৷
পাইলট বলেন, ‘আমার কাছে খেলার পরিবেশটা খুবি গুরুত্বপূর্ণ। সব মানুষেরই ভালো মন্দ ব্যাপার তাকে। আমি কাউকে এখানে দোষারোপ করছিনা। আমাদের এখানে বেশ কিছু জায়গায় সমস্যা হয়েছে। আপনি সমস্যা করলে মাঠের খেলায় ফল পাবেন না। এটা কঠিন।’
তিনি ম্যাচের পরিবেশ পরিষ্কার হতে হবে জানিয়ে আরো বলেন, ‘আমি একজন খেলোয়াড় ছিকাম। জাতীয় দলের অধিনায়ক ছিলাম। আমি চাই আমাদের খেলা হবে পরিষ্কার৷ খেলা থেকে প্রতিভাবান সব খেলোয়াড় বেরিয়ে আসবে। কিন্তু যখন আপনি আগে থেকেই জানেন কোন দল চ্যাম্পিয়ন হবে, কে শুধুমাত্র ব্যবহার হবে তাহলে এটা কেমন?’
পাইলট নিজেও ভুক্তভোগী বলে জানানা পাইলট। তার সাথেও অনেকবার এরকম হয়েছে বলে জানান। তিনি বলেন, ‘আমি নিজেও ভুক্তভোগী। আমার সাথে এরকম অনেকবার হয়েছে। সুতরাং এসব ব্যাপার থেকেই আমি কোচিং থেকে সরে এসেছি।’
নিউজক্রিকেট/রীম