নিউজ ডেস্ক »
বেশ কিছুদিন আগে করোনায় ক্রিকেট সংশ্লিষ্ট মানুষের বিপদ কাটাতে অর্থ জোগাড়ের ঘোষণা দিয়েছিলো ক্রিকেটারস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (কোয়াব)। এরপর উঠে আসে অনেক অর্থ। এই অর্থগুলো দিয়ে এখন ক্রিকেট সংশ্লিষ্ট লোকদের আর্থিক সহায়তা দিবে।
প্রায় ৩৯০ জনের একটি লিস্ট কোয়াবের কাছে আছে। এই ৩৯০ জনকে দেয়া হবে প্রায় ১৭ লাখ টাকা। ৩৯০ জনের মধ্যে আছে বর্তমান ক্রিকেটার, কোচ, মাঠকর্মী, স্কোরার, টিম বয় ও বল বয় যারা এখন আর্থিক ভাবে সমস্যায় আছে।
কোয়াবের গঠিত এই তহবিলে অর্থ উঠে আসে অনেক দিক থেকে। প্রথম শ্রেণীর ক্রিকেটার তাদের একমাসের বেতনের ৫০% দিয়েছিলো এই তহবিলে। অন্যদিকে যুব বিশ্বকাপ জয়ী ক্রিকেটারও সবাই মিলে দিয়েছেন ২ লাখ ৩০ হাজার টাকা৷ এই তহবিলে অর্থ দিয়েছেন সাবেক ক্রিকেটাররাও। সবার অর্থ মিলিয়ে টাকার অংকটা দাঁড়িয়েছে প্রায় ১৭ লাখে।
আগামীকাল থেকে ডিজিটাল ব্যাংকিং সেবা রকেটের মাধ্যমে এই ৩৯০ জন ক্রিকেট সংশ্লিষ্ট ব্যাক্তিদের মাঝে অর্থগুলো বন্টন করা শুরু হবে।
বাংলাদেশ সময়ঃ ৯:৪৫ পিএম
নিউজক্রিকেট/আরআর