ক্রিকেট ফেরার ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ে ইংল্যান্ড

নিউজ ডেস্ক »

১১৭ দিন পর মাঠে গড়াচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট। তবে কোন ঝুঁকি নিতে রাজি নয় কোন বোর্ড এমনকি স্বয়ং আইসিসি। তাইতো দর্শক বিহীন মাঠে খেলার সিধান্ত নিয়েছে উভয় দল।

ওয়েস্ট-ইন্ডিজ বনাম ইংল্যান্ড ম্যাচ বাংলাদেশ সময় বিকাল ৪ টাই শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে শুরু হতে ৩ ঘন্টা সময় লেগেছে। টসে জিতে ইংল্যান্ডের নতুন অধিনায়ক বেন স্টোকস ব্যাটিং সিধান্ত নেয় এবং ওয়েস্ট-ইন্ডিজকে বোলিংয়ের আমন্ত্রণ জানায়। তবে ইংল্যান্ড একাদশে পরিবর্তন নেই নিয়মিত পেসার স্টুয়ার্ট ব্রড এবং ক্রিস ওকস।

এক নজরে দুই দলের স্কোয়াডঃ-

ইংল্যান্ড: ররি বার্নস, ডম সিভলি, জো ডেনলি, জ্যাক কাওলি, বেন স্টোকস (অধিনায়ক), অলি পপ, জস বাটলার, ডম বেস, জোফরা আর্চার, মার্ক উড ও জিমি এন্ডারসন।

ওয়েস্ট ইন্ডিজ: জন ক্যাম্পবেল, ক্রেইগ ব্রেথওয়েট, সামারাহ ব্রুকস, শাই হোপ, রোস্টন চেজ, জার্মেইন ব্ল্যাকউড, ষেন ডরিচ, জেসন হোল্ডার (অধিনায়ক), আলজারি জোসেফ, কেমার রোচ ও শ্যানন গাব্রিয়েল।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »