https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
ক্রিকেটের বিশ্বায়নের জন্য বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি একের পর এক অভিনব উদয়গ নিচ্ছে। গত কয়েকদিন আগেই নতুন চারটি দলকে ওয়ানড স্ট্যাটাস দেয়া কিংবা ইউরোপের মত বৃহৎ অঞ্চলে ক্রিকেটকে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে ওই অঞ্চলের দলগুলোর তি-২০ র্যাংকিং প্রকাশ করার পর এবার আরও একটি নতুন উদ্যোগ নিল ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২০২০ টি-২০ বিশ্বকাপের ইউরোপীয় অঞ্চলের বাছাইপর্বের ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। চলতি বছরের জুন মাসের ১৫-২০ তারিখ পর্যন্ত এই বাছাই পর্বে অংশ নিবে ইউরোপের ছয়টি দল। যেখানে রয়েছে ডেনমার্ক, ইতালি, গারসিনি, নরওয়ে, জার্সি ও ইতালি।
পাশপাশি আইসিসি নারী টি-২০ বিশ্বকাপের জন্য ইউরোপীয় অঞ্চলের বাছাইপর্বের ম্যাচগুলোও সরাসরি সম্প্রচার করা হবে আইসিসির ফেসবুক পেজে। ফলে দর্শকদের কাছে ক্রিকেটের জনপ্রিয়তা বাড়ানোর ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখবে বলেই আশা করছেন সংশ্লিষ্টরা।
Breaking News: All games at the ICC Men’s T20 World Cup Europe Final 2019 will be live streamed on ICC Facebook and ICC YouTube.
Further details to follow 🏏🇩🇰 🇩🇪 🇬🇬 🇮🇹 🇯🇪 🇳🇴 🏅https://t.co/vebYVOfoAs
— ICC Europe (@icc_europe) May 21, 2019