নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ব্রেইন টিউমারে আক্রান্ত জাতীয় দলের ক্রিকেটার মোশারফ হোসেন রুবেলের পাশে এবার দাঁড়ালেন দেশসেরা ক্রিকেট স্মারক সংগ্রাহক খ্যাত জসিম উদ্দিন।দুজনেই ক্রিকেটের লোক, একজন বাইশ গজে প্রতিনিধিত্ব করেন লাল-সবুজের জার্সি গায়ে অন্যজন এই লাল-সবুজের ক্রিকেটকে বুকে ধারন করে আসছেন যুগ যুগ ধরে।
চলতি বছরের মার্চ মাসে ব্রেইন টিউমারে আক্রান্ত ক্রিকেটার মোশারফ হোসেন রুবেলের মাথায় অস্ত্রোপচার সম্পূর্ণ হয়েছিল।এখনো চলছে তার চিকিৎসার। পুরোপুরি সুস্থ হতে এখনো নিয়মিত কেমো থেরাপি ও রেডিও থেরাপি দিতে হচ্ছে তাকে,আর এই ধরনের থেরাপি ব্যাপক ব্যয়বহুল হওয়ায় আর্থিক ভাবে সঙ্কটে থাকা মোশারফ রুবেলের পাশে এবার দাঁড়ালেন ক্রিকেট প্রেমী জসিম।
দেশসেরা ক্রিকেট স্মারক সংগ্রাহক হিসেবে সুপরিচিত ক্রিকেট প্রেমী জসিম ১৯৯৭ সাল থেকে এই ক্রিকেটের পিছনে ছুটছেন।নিজের ক্রিকেটার হওয়ার স্বপ্ন পূরন না হলেও এই ক্রিকেটকে ভালবেসে ক্রিকেটের সাথে নিজেকে যুক্ত রাখতে ১৯৯৭ সাল থেকে সংগ্রহ করে আসছেন ক্রিকেটের মহামূল্যবান সব স্মারক।বিশ্বসেরা ক্রিকেটারদের ব্যবহৃত ক্রিকেট সামগ্রী থেকে শুরু করে ক্রিকেটের ঐতিহাসিক মহামূল্যবান স্মারক রয়েছে তার সংগ্রহে। ক্রিকেটারদের অটোগ্রাফ সহ ব্যাট, বল,জার্সি,গ্লাভস,ফ্যাড,ক্যাপ সহ তার সংগ্রহে আছে অগণিত ক্রিকেটারদের অটোগ্রাফ করা জার্সি।
নিজের সংগ্রহশালা হতে বিশ্বসেরা ক্রিকেটারদের অটোগ্রাফ করা সেরা ১০টি ব্যাট তিনি এবার উপহার হিসেবে দিয়েছেন টিউমার আক্রান্ত ক্রিকেটার মোশারফ রুবেলকে।আর এই ব্যাট গুলো সাম্প্রতি সময়ে ঢাকা ক্লাবের নিলামে উঠানো হয়।ঢাকা ক্লাবের ক্রিকেটপ্রেমীরা এই মহামূল্যবান স্মারক গুলো নিজেদের সংগ্রহশালায় রেখে দিতে ব্যাট গুলো নিজেদের সংগ্রহে নিয়ে নেয়।যার ফলে ব্যাট গুলো হতে উপার্জিত অর্থ ব্যয় হবে এই ক্রিকেটারের চিকিৎসার কাজে।
মহান এই উদ্দ্যেগের ব্যাপারে দেশসেরা ক্রিকেট স্মারক সংগ্রাহক জসিম উদ্দিন নিউজক্রিকেট টুয়েন্টিফোরকে জানান” আমার সত্যি অনেক ভাল লাগছে আমার সংগ্রহের কোন ক্রিকেট সামগ্রী একজন ক্রিকেটারের জীবন বাঁচাতে কাজে আসছে।রুবেল ভাইয়ের সাথে আমার সম্পর্কটা বেশ পুরনো,তিনি সবসময় আমাকে অনুপ্রেরণা দিয়ে আসছেন স্মারক সংগ্রহে।কিছুদিন আগে রুবেল ভাই আমাকে বললেন তোমার কাছে তো ক্রিকেটের বিপুল স্মারক রয়েছে আমাকে যদি কয়েকটা দাও তাহলে আমার জন্য খুবই উপকার হয়।
রুবেল ভাইয়ের কথা শুনে আমি দ্বিতীয়বার না ভেবেই রুবেল ভাইকে বলেছিলাম আমি আমার সংগ্রহশালা থেকে সবচেয়ে সেরা ১০টি অটোগ্রাফ সহ ব্যাট উনাকে উপহার হিসেবে দিবো। এরপর আমি আমার সংগ্রহের সেরা ১০ টি ব্যাট উনার বাসায় পৌঁছে দিই।আমি সত্যি অনেক গর্ববোধ করছি আমার সামান্য উদ্দ্যেগ একজন দেশী ক্রিকেটারের উপকার হবে এটা ভেবে।আমার কাছে আজ মনে হচ্ছে ক্রিকেটকে ভালবেসে ক্রিকেটের এই স্মারক সংগ্রহ আজ আমার সার্থক।
উল্লেখ্য চলতি বছরের মার্চ মাসে ব্রেইন টিউমারে আক্রান্ত ক্রিকেটার রুবেল হোসেন মাথায় অস্ত্রোপচার করা হয় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে।
ব্যয়বহুল এই চিকিৎসার জন্য এই ক্রিকেটারের পাশে দাঁড়িয়েছিল বিসিবি ও তার সতির্থরা।এখনো চলছে তার সুস্থ হওয়ার সংগ্রাম, যার কারনে ডাক্তারের পরামর্শ অনুযায়ী তাকে দিতে হচ্ছে কেমিও থেরাপি ও রেডিও থেরাপি।এগুলোর জন্যও মোটা অঙ্কের অর্থ প্রয়োজন হচ্ছে রুবেলের।আর তাই নিজের সাধ্যানুযায়ী
এইভাবে রুবেলের পাশে দাঁড়িয়েছেন দেশসেরা ক্রিকেট স্মারক সংগ্রাহক জসিম উদ্দিন।