ক্রিকেটারদের সাথে আলোচনার টেবিল থেকে উঠে আসলো কোয়াবের দুই প্রস্তাব

নিউজ ডেস্ক »

করোনায় মাঠের বাইরে থাকা ক্রিকেটকে মাঠে ফেরাতে মরিয়া হয়ে উঠেছে ক্রিকেটাররা।বর্তমান সময়ে করণীয় নিয়ে নিয়ে দফায় দফায় আলোচনার টেবিলে ক্রিকেটার্স ওয়েলফেয়ার্স অ্যাসোসিয়েশন‌ অফ বাংলাদেশ।ক্রিকেটার ও বোর্ডের সাথে কয়েক দফা বৈঠকের পরে এবার প্রিমিয়ার লিগের দলগুলোর কাছে দুটি প্রস্তাব রেখেছে কোয়াব।

করোনায় বিশ্বজুড়েই বন্ধ ক্রিকেট, কয়েকটি দেশে সীমিত আকারে ক্রিকেট ফিরলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখনো কোন পদক্ষেপই নেয়নি ক্রিকেট ফেরানোর।এতে দুর্ভোগের শিকার হচ্ছেন শুধু ঘরোয়া লীগ গুলো খেলে সংসার চালানো ক্রিকেটাররা।অনেক ক্রিকেটার আছেন যারা শুধু ঢাকা প্রিমিয়ার লিগে খেলে সারাবছরের অর্থ যোগান দেন, এই অবস্থায় তারা হচ্ছেন বিশাল ক্ষতির সম্মুখীন। এ কারণে এই দুর্যোগের মধ্যেও ক্রিকেটাররা চাচ্ছেন ঘরোয়া ক্রিকেট মাঠে ফেরাতে।

এই উদ্দেশ্য নিয়েই গতকাল জাতীয় দল ও ঘরোয়া ক্রিকেটার বেশ কিছু ক্রিকেটার নিয়ে আলোচনার টেবিলে বসেছিল কোয়াব।আলোচনা টি অনুষ্ঠিত হয়েছে অনলাইনে।বৈঠক শেষে কোয়াব দুটি প্রস্তাব রেখেছে।বোর্ডের কাছে ক্রিকেটারদের সংগঠনটির আবেদন দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে যেন ঢাকা প্রিমিয়ার লিগের মাধ্যমেই ক্রিকেট মাঠে ফিরে ।

এ প্রসঙ্গে কোয়াবের পক্ষ থেকে বলা হয়, ‘সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় যে, দেশের ভবিষ্যত পরিস্থিতি যখনই স্বাভাবিক হবে, ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ ২০১৯-২০ এর মাধ্যমেই যেন ঘরোয়া ক্রিকেট শুরু হয়। সে ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত গ্রহণের অনুরোধ করা হয়।’

কোয়াব আরেকটি প্রস্তাব জানিয়েছে বোর্ড ও ডিপিএলের দলগুলোর প্রতি। যেখানে বলা হয়েছে, বর্তমান সময়ে ক্রিকেটারদের আর্থিক অবস্থা বিবেচনা করে লিগের নিয়ম ও ঐতিহ্য মেনে প্রত্যেক দলের ক্রিকেটারদের চুক্তির ৫০ শতাংশ অর্থ প্রদান করা হোক।এ প্রসঙ্গে কোয়াব জানিয়েছে, ‘আলোচনা শেষে সিদ্ধান্ত গৃহীত হয় যে, বর্তমান বাস্তবতায় যেহেতু আগামী এক মাসের মধ্যে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ শুরু করা সম্ভব নয়, সেহেতু ক্রিকেটারদের আর্থিক অবস্থা বিবেচনা পূর্বক প্রিমিয়ার ডিভিশনের চিরায়ত নিয়ম ও ঐতিহ্য অনুসারে প্রত্যেক দলের ক্রিকেটারদের চুক্তির ৫০ শতাংশ অর্থ প্রদানের ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর সংশ্লিষ্ট বিভাগকে ক্লাবগুলোর সঙ্গে আলোচনা পূর্বক সিদ্ধান্ত গ্রহণের ব্যাপারে অনুরোধ করা হয়।’

কোয়াবের অনলাইনে করা এই সভায় অংশ নেন সভাপতি নাইমুর রহমান দুর্জয়, সহ-সভাপতি খালেদ মাহমুদ সুজন, মাহমুদউল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, লিটন দাস, তুষার ইমরান, জহরুল ইসলাম অমি, নাসির হোসেন, এনামুল হক জুনিয়র, শাহরিয়ার নাফীস, নুরুল হাসান সোহান, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন ধ্রুব ও নাঈম শেখ।

নিউজক্রিকেট/সুফিয়ান

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »