নিউজ ডেস্ক »
করোনা ভাইরাসের প্রকোপ কাটিয়ে মাঠে ফিরেছে ক্রিকেট। এরমাঝে মাঠে ক্রিকেটারদের অনুশীলনে ফিরিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে ব্যাট-বলের লড়াইটা কবে নাগাদ শুরু হবে সেটা এখনো ঠাউর করে কেউ বলতে পারছে না। তবে আশার আলো হলো ক্রিকেটাররা মাঠের ব্যক্তিগত অনুশীলনে ফিরেছে। প্রথম দফার একক অনুশীলনে ৪ ভেন্যুতে অংশ নিয়েছেন দেশের ১৪ ক্রিকেটার।
দীর্ঘ চার মাস পর মাঠে ফেরা খেলোয়াড়দের ফিটনেস নিয়ে ছিল বড়ই চিন্তার ভাজ। সাথে ত ইনজুরির একটা আশঙ্কা ও ছিলো। তবে সকলের সব শঙ্কাকে উড়িয়ে দিয়ে অনুশীলনে অংশ নিয়েছে। মুশফিক, ইমরুল, শফিউল, তাসকিনরা। তারা তাদের ফিটনেসের যথার্থ প্রমাণ দিয়ে সন্তুষ্ট করেছেন বোর্ডকে।
সম্প্রতি ক্রিকেটারদের এই ফিটনেস দেখে গণমাধ্যমের কাছে সন্তুষ্টি প্রকাশ করেছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। একই সঙ্গে বিষয়টিকে বাকি সকল ক্রিকেটারদের জন্য ইতিবাচক হিসেবেই দেখছেন তিনি।
দেবাশীষ চৌধুরী বলেন,”লম্বা সময় পর ক্রিকেটাররা অনুশীলনে ফিরলেও কিছুটা সমস্যা হয়েছে সকলের। তবে সে সমস্যা দ্রতুই কাটিয়ে নিতে পারবে তারা। ট্রেনিংয়ে ধারাবাহিকতা থাকলে কোন সমস্যাই হওয়ার কথা নয়। ফিটনেস ধরে রাখতে ট্রেনিং সবসময় ইতিবাচক ভূমিকা রাখে।”
ক্রিকেটারদের এই অনুশীলন শুধুমাত্র জাতীয় দলের ক্রিকেটারদের ভেতরই না রেখে হাইপারফরমেন্স, অনূর্ধ্ব-১৯ এমনকি নারী দলকে অনুশীলনে ফেরাতে চায় বিসিবি। এমনটাই ইঙ্গিত দিয়েছেন বিসিবির এই চিকিৎসক।
দেবাশীষ এ প্রসঙ্গে বলেন, ‘আমরা চেষ্টা করছি অন্যদেরও দ্রতু মাঠের অনুশীলনে ফেরাতে। শুধু জাতীয় দল নয়, জুনিয়র দলগুলোকেও এর আওতায় আনার চেষ্টা চলছে।”
নিউজক্রিকেট২৪/এসএস