নিউজ ডেস্ক »
২০১৯ সালের ১৫ মার্চ এই তারিখটি এখনো ভুলতে পারেননি বাংলাদেশ দলের ক্রিকেটাররা। সেসময় নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে ক্রাইস্টচার্চে ছিলো বাংলাদেশ ক্রিকেট দল। দিনটি ছিলো শুক্রবার যে কারণে জুম্মার নামাজ পড়তে যাচ্ছিলেন জাতীয় দলের কয়েকজন ক্রিকেটার। কিন্তু মসজিদে যাওয়ার সময় তারা জানতে পারেন, সেই মসজিদে সন্ত্রাসী হামলা হচ্ছে। সেখানে গুলিতে ৫১জন মারা গিয়েছিলো। সেখান থেকে কোনো রকমে প্রাণটা হাতে নিয়ে হোটেলে ফিরেছিলেন জাতীয় দলের ক্রিকেটাররা।
সেই বিভিষীকা ঘটনার বছর পার হয়ে গেলেও সেদিনকার স্মৃতি আজও ভুলতে পারছেন না জাতীয় দলের ব্যাটসম্যান সৌম্য সরকার। এখনও সেই ঘটনা তার মনে পড়লে শিউরে উঠেন এই ক্রিকেটার।
সম্প্রতি ক্রিকফ্রেঞ্জিকে দেয়া এক লাইভ সাক্ষাৎকারে হামলার দিনের ঘটনা জানান এই টাইগার ব্যাটসম্যান। তিনি বলেন, ‘সর্বপ্রথম বলবো যে এরকম ঘটনা দ্বিতীয়বার যেনো কারো সাথে আর না হয়। মারা যাওয়ার সময়ে যে একটা ভয় থাকে, সে সময় যে কেমন লাগে ঠিক সেই অনুভূতি চলে এসেছিল নিজেদের মধ্যে কিছু সময়ের জন্য। আমরা বাসের মধ্যে থেকে কি করবো এমন সিদ্ধান্তহীনতায় ভুগছিলাম। তারপর সিধান্ত নেয়া হল বাসের পেছনের দরজা থেকে নেমে সোজা হেঁটে চলে যাব স্টেডিয়ামে। এরপর ড্রেসিংরুমে গিয়ে সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা এখানে আর থাকবো না, চলে যাবো।
সৌম্য আরো বলেন, ‘রাতে হোটেলে ফিরে আমরা কেউ আর ঘুমাইনি। ওই রাতটা মনে করলেই ভয় কাজ করে। আমার মনে হয় আমার জীবনের সবচেয়ে কষ্টের রাত ছিল ওইদিন। মনে হচ্ছিলো যেনো শেষই হচ্ছে না রাতটা।’
বাংলাদেশ সময়ঃ ৩:১৫ পিএম
নিউজক্রিকেট/এসএস