ক্যারিয়ারের তৃতীয় ডাবল সেঞ্চুরি মুশফিকের

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

টেস্ট ক্রিকেট একটা ঐতিহ্যের খেলা। ইংল্যান্ড,অস্টেলিয়ার এ্যাশেজ দেখলেই সেটা বোঝা যায়। টেস্ট ক্রিকেটে ডাবল সেঞ্চুরি অন্যরকম এক আনন্দদায়ক। সেটা বোঝানো খুবই কষ্টসাধ্য অনুভব করার জিনিস এটি আর এই ডাবল সেঞ্চুরি যখন নিজের দেশের খেলোয়াড় করে তখন গর্ববোধের জায়গা টা বেড়ে যায় হোক সেটা জিম্বাবুয়ে, সমস্যা কোথায়।

তাইতো টেস্ট ক্রিকেট ইতিহাসে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্ট ক্যারিয়ারে নামের পাশে আরো একটি ডাবল সেঞ্চুরির পালক যোগ করলেন দেশের অণ্যতম সেরা ব্যাটসম্যান মি:ডিপেন্ডডেবল খ্যাত মুশফিকুর রহিম।

গতকাল ৩২* রানে অপরাজিত থেকে মাঠ ছেলেছিলেন তিনি আজ দিনের দ্বিতীয় সেশনে টেস্ট ক্রিকেটের ৭ম সেঞ্চুরির দেখা পান তিনি এরপর দেখেশুনে খেলে দলকে সামনে এগিয়ে নিয়ে গেছেন এই ব্যাটসম্যান।দিনের শেষ সেশনে দেখা পেয়েছেন ক্যারিয়ারের তৃতীয় ডাবল সেঞ্চুরি। ৩১৫ বলে ডাবল সেঞ্চুরির দেখা পান এই ব্যাটসম্যান।

আজকের উদযাপন টাও ছিলো দেখার মতো, বাঘের গর্জন আহ যেনো মিরপুর ছাঁড়িয়ে পুরো বাংলাদেশে পৌঁছে গেছে তাঁর এই কৃর্তী। আর এই ডাবল সেঞ্চুরির ফলে টেস্ট ক্রিকেটে তামিম কে ছাঁড়িয়ে মুশফিক এখন বাংলেদেশের টেস্ট ক্রিকেটে ইতিহাসে সর্বাধিক রান সংগ্রাহকের মালিক।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »