নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আয়ারল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ। আজ সিরিজে নিজেদের ৩য় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে হারিয়ে ফাইনালের বন্দরে পৌঁছে যায় মাশরাফি বাহিনী।ফাইনালে আগামী ১৭ই মে এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩য় বারের মতো আবারো মাঠে নামবে বাংলাদেশ।
ডাবলিনের দ্যা ভিলেজ স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৪৭ রানের সংগ্রহ দাঁড় করায় ক্যারিবিয়রা। ফাইনালের মঞ্চে যাওয়ার জন্য টাইগারদের প্রয়োজন ২৪৮ রান।
মুশফিক-সৌম্যর অর্ধশতকে কল্যাণে আরো ১৬ বল ও ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগাররা।দলের পক্ষে সর্বোচ্চ ৬৩ রান করেন মুশফিক, এছাড়া সৌম্য সরকারের ব্যাট থেকে আসে ৫৪ রান।
উল্লেখ্য এই ম্যাচ জয়ের মধ্য দিয়ে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের ব্যাক টু ব্যাক পরাজয়ের স্বাদ দিলো টাইগাররা।