নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সিডনিতে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। ক্যারিবীয়দের ৮৩ রানের বড় ব্যবধানে হারিয়েছে অজিরা।
সিডনি ক্রিকেটে গ্রাউন্ডে টস হেরে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে অজিরা। শেষ পর্যন্ত নির্ধারতি ৫০ ওভারে ৯ উইকেটে ২৫৮ রান করে অস্ট্রেলিয়া। শট অ্যাবোট ৬৯, ম্যাথু শর্ট ৪১ ও ক্যামেরুন গ্রিন ৩৩ রান করেন। ক্যারিবীয় বোলার আলজারি জোসেফ ও রোমারিও শেফার্ড ২টি করে উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে অজিদের নিয়ন্ত্রিত বোলিংয়ে সুবিধা করতে পারেনি ক্যারিবীয় ব্যাটাররা। ৪৩.৩ ওভারে ১৭৫ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। কিয়েসি কার্টি ৪০ ও শাই হোপ ২৯ রান করেন। অজি বোলার অ্যাবোট ও হ্যাজালউড ৩টি করে উইকেট নেন।
নিউজক্রিকেট২৪/আরএ