নিউজ ডেস্ক »
ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগে ডাক পেয়েও নাকোচ করে দিয়েছেন তামিম ইকবাল। নিলাম থেকে কেউ না কিনলেও তাকে দলে ফেরাতে চেয়েছিলেন সিপিএল এর এক ফ্রাঞ্চাইজি। টাকার অফারও ছিলো বেশ লোভনীয়। ৯০ হাজার ডলার বাংলাদেশী টাকায় যার মূল্য ৭৬ লক্ষ টাকা। তবে পরিবারের এবং বর্তমান পরিস্থিতির কথা ভেবে সেটাকে নাকোচ করে দিয়েছেন তিনি।
করোনা ভাইরাসের মহামারীতে বাংলাদেশের অবস্থার উন্নতি নেই। আক্রান্ত সংখ্যা বেশ কিছু কারণে কমে আসলেও আক্রান্তের হার এখনও উর্ধ্বমূখী৷ এই মূহুর্তে দেশের ক্রিকেট ফেরাটা নিরাপদ নয়। তার মধ্যেই বিদেশে কোন লীগ খেলতে যাওয়াটা নিরাপদ নয়। এছাড়াও পরিবারের কেউ আক্রান্ত হলেও দ্রুত ফিরতে পারবেন কিনা সে নিয়েও সংশয় আছে। বিভিন্ন দিক বিবেচনা করেই আপাতত সিপিএল এর কথা ভাবছেন না তিনি।
সাম্প্রতি এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তামিম ইকবাল বলেন, ‘প্রস্তাবটি যথেষ্টই আকর্ষণীয় ছিল। তবে অনেক কিছু ভাবনায় রাখতে হয়েছে আমাকে। প্রথমত, আমাদের দেশের করোনাভাইরাস পরিস্থিতি এখনও খুব ভালো নয়। আমি খেলতে যাওয়ার পর আমার পরিবারের কেউ আক্রান্ত হলে দ্রুত ফিরে আসা খুব কঠিন। ক্যারিবিয়ানে ও সারা বিশ্বের বিমান যোগাযোগ এখনও স্বাভাবিক নয়। এতসব দুর্ভাবনা নিয়ে খেলাও কঠিন।’
এছাড়াও তামিমের ভাবনাজুড়ে বর্তমান ঢাকা প্রিমিয়ার লীগ। কোরবানির পর ঢাকা প্রিমিয়ার লীগ শুরু হলে সেখানেই খেলতে চান তিনি। দলের পরিকল্পনা যেহেতু তামিমকে ঘিরে তাই সবদিক মিলিয়েই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তামিম বলেন, ‘এছাড়া ঈদের পর ঢাকা প্রিমিয়ার লিগের খেলা যদি শুরু হয়, সেটিও ভাবতে হয়েছে। কারণ আমার ক্লাব আমাকে ঘিরেই দল ও পরিকল্পনা সাজিয়েছে। সব মিলিয়েই না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সিপিএলের যে ফ্র্যাঞ্চাইজি আমার প্রতি আগ্রহী ছিল, তাদেরকে ধন্যবাদ জানিয়েই বলেছি যে এই পরিস্থিতিতে যাওয়া কঠিন।’
নিউজক্রিকেট/কেএমএইচ