ক্যাপ্টেন মমিনুলের “প্রথম” ইনিংস ব্যবধানে “দ্বিতীয়” ও টাইগারদের ১৪তম জয়!

মারুফ ইসলাম ইফতি »

অবশেষে পরাজয়ের বৃত্ত থেকে বের হতে সক্ষম হয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।জিম্বাবুয়েকে একমাত্র টেস্ট ম্যাচে ইনিংস ও ১০৬ রানের বিশাল ব্যবধানে বিধ্বস্ত করে টাইগাররা তুলে নিয়েছে স্বস্তির জয়।বাংলাদেশের টেস্ট ইতিহাসে এটি দ্বিতীয় ইনিংস ব্যবধানের জয়। এই জয়ের আগে সর্বশেষ টানা ৬ টেস্ট ম্যাচের সবগুলোতে হেরেছিল বাংলাদেশ।যার মধ্যে ৫টি টেস্টে ছিল লজ্জাজনক ইনিংস ব্যবধানের হার।

মিরপুরে সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে মুখামুখি হয়েছিল স্বাগতিক বাংলাদেশ।প্রথম ইনিংসে সফরকারীদের ২৬৫ রানের জবাবে মুশফিকুর রহিমের ডাবল সেঞ্চুরি ও অধিনায়ক মমিনুল হকের সেঞ্চুরির উপর ভর করে ৫৬০ রানের পাহাড়সম সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ।যার ফলে প্রথম ইনিংসে ২৯৫ রানের লিড জমা হয় টাইগারদের স্কোরবোর্ডে।টাইগারদের ছুড়ে দেওয়া ২৯৫ রানের লিড টপকানোর লক্ষ্যে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে টাইগার বোলরদের বোলিং তোপে নাস্তানাবুদ হয়ে প্যাভিলিয়নে ফেরার প্রতিযোগিতায় মেতে উঠে সফরকারীরা।টাইগার স্পিনার নাঈম হাসান ও তাইজুল ইসলামের স্পিন বিষে নীল হয়ে জিম্বাবুয়ে গুটিয়ে যায় ১৮৯ রানে।যার ফলে ইনিংস ও ১০৬ রানের স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে মমিনুল বাহিনী। বাংলাদেশের হয়ে নাঈম হাসান ৫টি ও তাইজুলের শিকার ৪ উইকেট।

উল্লেখ্য,ইনিংস ব্যবধানে এই জয়টি বাংলাদেশের টেস্ট ইতিহাসের দ্বিতীয় ইনিংস ব্যবধানের জয়।আজকের এই জয়ের মধ্য দিয়ে অধিনায়ক হিসেবে প্রথম টেস্ট জয়ের স্বাদ পেয়েছে মমিনুল হক।জিম্বায়েরর বিপক্ষে স্বস্তির এই জয় টাইগারদের টেস্ট ইতিহাসের ১৪তম জয়।

সংক্ষিপ্ত স্কোর:
জিম্বায়ের প্রথম ইনিংস: ২৬৫-১০
বাংলাদেশ প্রথম ইনিংস:৫৬০-৬ (ডিক্লেয়ার)
জিম্বাবুয়ে দ্বিতীয় ইনিংস:১৮৯-১০
ফলাফল: বাংলাদেশ ইনিংস ও ১০৬ রানে জয়ী
ম্যাচসেরা: মুশফিকুর রহিম।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »