fbpx

কোয়ারেন্টাইনকে ইতিবাচক ভাবছেন মিঠুন

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 •  
 •  
 •  
 •  
 •  
 •  

 

নিউজিল্যান্ডের বিপক্ষে ২২ গজের লড়াইয়ের আগে অবশ্য মাঠের বাইরের কোয়ারেন্টাইন চ্যালেঞ্জ সামলাতে হচ্ছে টাইগারদের। করোনার কারণে নিউজিল্যান্ডের দেয়া শর্ত অনুযায়ী সিরিজ শুরুর বেশ আগেই দেশটিতে পৌঁছেছে বাংলাদেশ। আর এই বিষয়টিকে ইতিবাচকভাবে নিচ্ছেন মিঠুন।

কিউইদের মাটিতে কোন ফরম্যাটেই এখনো জয়ের মুখ দেখেনি বাংলাদেশ। এবারের মাঠের লড়াইয়ের আগে দিতে হচ্ছে কোয়ারেন্টাইন পরীক্ষাও। তবে ঘরের মাঠে দুর্দান্ত সময় পার করতে থাকা কেন উইলিয়ামসনদের বিপক্ষে ভালো কিছু করতে হলে যে অসামান্য ক্রিকেট খেলতে হবে তাও সকলের জানা। এরপরেও আশাবাদী মিঠুন।

বিসিবির ভিডিও বার্তায় মিঠুন বলেন,’‘আমাদের খুব বেশি এই কন্ডিশনে খেলার সুযোগ হয় না। তারপরও আমরা সবাই জানি নিউজিল্যান্ডে নতুন বলটা খুব চ্যালেঞ্জিং হয়। আমরা দল হিসেবে নতুন বলে যদি সারভাইভ করতে পারি অবশ্যই আশা করছি আগের চেয়ে অনেক ইতিবাচক ফলাফল হবে। এটাকে (কোয়ারেন্টাইনে ১৪ দিন) আমরা অবশ্যই সুযোগ হিসেবে নিচ্ছি। কারণ আগে কি হয়েছে এর চেয়ে সামনে কি করবো যেহেতু এবার অনেক আগে এসেছি। অনেক অনুশীলনের সুবিধা পাবো। আশা করা যায় দলের সবাই যত দ্রুত সম্ভব নিজেদের দক্ষতাটা মানিয়ে নিতে।’’

সব ঠিকঠাক থাকলে আজ বৃহস্পতিবার (৪ মার্চ) থেকে ছোট ছোট গ্রুপে করা যাবে অনুশীলনও। করোনা কালে স্বাভাবিক জীবন যাপন ফিরে পেতে ১৪ দিনের কঠোর কোয়ারেন্টাইন ত্যাগ স্বীকারে অসুবিধা দেখেন না এই ব্যাটসম্যান।

তিনি বলেন,’‘এখানে জিনিসটা একটু ভিন্ন। আমরা ১৪ দিন পর চলাফেরা করতে পারবো। সেটা ভেবে ভালো লাগছে। অন্তত ১৪ দিন কষ্ট হলেও পরে আমরা স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবো। সাধারণত এতদিন আমাদের চলাফেরা সীমাবদ্ধতা ছিল। এখন আস্তে আস্তে বিষয়গুলো স্বাভাবিক হচ্ছে। আজকে আমরা জিম করার সুযোগ পেয়েছি। প্রায় এক সপ্তাহ পরে জিম ব্যবহার করে ভালো লাগছে।”

 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •   
নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »