নিউজ ডেস্ক »
ক্রিকেট জগতে ভিরাট কোহলি নিজেকে নিয়েছেন অনন্য উচ্চতায়। গত একযুগ ধরেই ক্রিকেটকে শাসন করে আসছেন তিনি। অপরদিকে বাবর আজমের আন্তর্জাতিক অভিষেক ২০১৫ সালে। এখনই এদের তুলনা করতে রাজি নয় পাকিস্তানি ক্রিকেটার ইউনুস খান।
২০০৮ সালে আন্তর্জাতিক অভিষেকের পর থেকে এখন পর্যন্ত তিন ফরমেটে ৪১৫ টি ম্যাচ খেলেছেন। ৭০ টি সেঞ্চুরির সাথে ৭ টি দ্বিশতকের মালিক ভিরাট কোহলি। অপরদিকে মাত্র ৫ বছর আগে আন্তর্জাতিক খেলা বাবর আজম খেলেছেন মাত্র ১৩৪টি ম্যাচ। অবশ্য ক্যারিয়ারের এই অল্প সময়েই ১৬টি সেঞ্চুরি করলেও এখনই ভিরাট কোহলির সাথে তুলনা করতে নারাজ এই পাকিস্তানি।
ইউনুস বলেন,’ এক দশকেরও বেশি আন্তর্জাতিক ক্রিকেট খেলে ফেলেছে কোহলি। ৭০টা আন্তর্জাতিক শতক ওর ক্লাস আর দক্ষতার প্রমাণ। অন্যদিকে মাত্র পাঁচ বছর আগে এসেছে বাবর। এরমধ্যেই ১৬ টা সেঞ্চুরি করেছে। টেস্ট ও ওয়ানডেতে তার গড় দারুণ। তবে এখনি দুজনের মধ্যে তুলনা করা উচিত নয়’।
এছাড়াও এখনই দুজনের তুলনা না করে আরও পাঁচ বছর পরে বর্তমান কোহলির সাথে মিলিয়ে দেখতে বলেছেন তিনি। বিভিন্ন কন্ডিশনে খেলে এখনও প্রমাণ করার সুযোগ পাননি বাবর আজম। সব কন্ডিশনে নিজেকে প্রমাণ করলেই তুলনা করা যাবে। ইউনুসের ভাষায়, ‘ তুলনা করতে হলে কোহলির বর্তমান পারফরম্যান্সের সঙ্গে পাঁচ বছর পরের বাবরকে মেলাতে হবে। সব কন্ডিশনে নিজেকে প্রমাণ করতে হবে।’
বাংলাদেশ সময়: ৭:৪৫ পিএম
নিউজ ক্রিকেট২৪ / কেএমএএইচ