কোহলি নয়, কোন পাকিস্তানির সাথে তুলনা করলেই গর্ববোধ করেন বাবর

নিউজ ডেস্ক »

বর্তমান ক্রিকেটের বিস্ময়কর প্রতিভা পাকিস্তানি ব্যাটসম্যান বাবর আজম। টি২০ ক্রিকেট র‍্যাংকিংয়ে বর্তমান সেরা ব্যাটসম্যান বাবর আজম। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটেও গড় পঞ্চাশোর্ধ। টেস্ট ক্রিকেটের গড়টাও পঞ্চাশ ছুঁইছুঁই। অনেকে আবার বাবর আজমকে ভারতীয় অধিনায়ক ভিরাট কোহলির সাথে তুলনা করেন। তবে এটি মোটেও পছন্দ নয় এই পাকিস্তানি অধিনায়কের।

ভারতীয় ব্যাটসম্যান ভিরাট কোহলির সাথে তুলনা মোটেই পছন্দ করেননা বাবর আজম। নিজ দেশের কিংবদন্তীদের সাথে তুলনা করলেই নিজে গর্ববোধ করেন বলে জানিয়েছেন বাবর আজম। বাবর আজম বলেন,’ আপনি যদি কারও সাথে আমার তুলনা করতে চান তবে আমি বিরাট কোহলির পরিবর্তে পাকিস্তানের খেলোয়াড়ের সাথে তুলনা করতে চাই। জাভেদ মিয়াঁদাদ, ইউনিস খান, ইনজামাম-উল-হকের মতো কিংবদন্তী আমাদের রয়েছে। আপনি যদি আমাকে এই কিংবদন্তীর সাথে তুলনা করেন তবে আমি এটিকে আরও পছন্দ করব এবং আমার কৃতিত্বের জন্য গর্ববোধ করব।’

মাত্র বার পাঁচেক আগে অভিষিক্ত হওয়া ব্যাটসম্যানকে অবশ্য এখনই ভিরাট কোহলির সাথে তুলনা করতে নারাজ অনেক ক্রিকেট বিশ্লেষক। ভিরাট কোহলির পর্যায়ে যেতে হলে অন্তত এক দশক নিজেকে ধারাবাহিকভাবে রাখতে হবে বলেও জানিয়েছেন অনেকেই।

উল্লেখ্য, ক্যারিয়ারে বাবর আজম ২৬টি টেস্ট ম্যাচ খেলে ৪৫.১২ গড়ে রান করেছেন ১৮৫০। এছাড়া একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ৫৪.১৮ গড়ে ৭৪টি ম্যাচ খেলে রান করছেন ৩৩৫৯ এবং টি২০ ক্রিকেটে ৩৮ ম্যাচে ৫০.৭২ গড়ে করেছেন ১৪৭১ রান।

নিউজক্রিকেট/এমএস

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »