https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-1/c0.0.240.240a/p240x240/51944597_2359806007364192_9161774462004101120_n.jpg?_nc_cat=102&_nc_eui2=AeFcipYmUQ-zg44wTqI_uZtpFgfJ4Exn1XfSEN67qwlIW2D6Rn9MoK6IjCWRQM0f2UXeldOwo28xNalSOoWbLYyQiCB4RD_YmCz3baSliAHc9w&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=340b0eaa925f43012c08a04eecfc634d&oe=5D09FC50 »
আইপিএলের ১২তম আসরে নিজেদের দ্বিতীয় জয়ের দেখা পেল বিরাট কোহলির রয়্যাল চেলেঞ্জার্স বেঙ্গালোর। দীনেশ কার্তিকের কলকাতাকে তারা হারিয়েছে ১০ রানের ব্যবধানে।
প্রথমে ব্যাট করতে নেমে কচ্ছপ গতির শুরু করে বেঙ্গালোর। দলীয় ১৮ রানে পার্থিব প্যাটেল ফিরে যান। এদিন ওপেনিং করতে নামা অধিনায়ক কোহলি শুরুর দিকে খেলতে থাকেন দেখসে শুনে। প্রথম ১০ ওভারে বেঙ্গালোরের স্কোরবোর্ডে ৭০ রান থাকলেও মঈন আলিকে নিয়ে ক্রিজে ঝড় তোলেন কোহলি। ইনিংসের শেষ বলে আউট হবার আগে ৫৮ রানের মোকাবেলায় ৯টি চার এবং ৪টি ছক্কার সাহায্যে সেঞ্চুরি তুলে নেন কোহলি। অপর প্রান্তে থাকা মঈন আলি ২৮ বলে খেলেন ৬৬ রানের ঝড়ো ইনিংস। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২১৩ রানের পাহাড় গড়ে কোহলির দল।
বিশাল টার্গেট তাড়া করতে নেমে দলীয় ৩৩ রানে টপ অর্ডারের তিন ব্যাটসম্যানকে হারিয়ে বসে কলকাতা। এরপর নিতিশ রানাকে সাথে নিয়ে দলকে এগিয়ে নিতে থাকেন ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেল। ইনিংসের শেষ ওভারে রাসেল আউট হবার আগে তাঁর নামের পাশে যুক্ত হয় ২৫ বলে ৬২ রানের অগ্নিঝড়া ইনিংস। রানা অপরাজিত থাকেন ৪৬ বলে ৮৫ রানের ইনিংস খেলে। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে কলকাতার সংগ্রহ থামে ২০৩ রানে। ফলে মেনে নিতে হয় ১০ রানের হার।