কোহলিদের সঙ্গে মাঠে নামছেন নারী ক্রিকেটাররাও!

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-1/c0.0.240.240a/p240x240/51944597_2359806007364192_9161774462004101120_n.jpg?_nc_cat=102&_nc_eui2=AeFcipYmUQ-zg44wTqI_uZtpFgfJ4Exn1XfSEN67qwlIW2D6Rn9MoK6IjCWRQM0f2UXeldOwo28xNalSOoWbLYyQiCB4RD_YmCz3baSliAHc9w&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=340b0eaa925f43012c08a04eecfc634d&oe=5D09FC50 »

চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল। চলমান আইপিএলে খুব বেশি সুবিধাজনক অবস্থানে নেই বিরাট কোহলির নেতৃত্বাধীন রয়্যাল চেলেঞ্জার্স বেঙ্গালোর।

অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লিগ বিগ ব্যাশে পুরুষদের টুর্নামেন্টের সাথে চলে নারী বিগ ব্যাশ। এখানে নারী এবং পুরুষ দল আলাদা দলে বিভক্ত হয়ে খেললেও এবার ভারতে হতে যাচ্ছে কেওই দলে পুরুষ ও নারী ক্রিকেটারদের অংশগ্রহণে একটি ম্যাচ! যেখানে থাকছেন নারী এবং পুরুষ উভয় ক্রিকেটারই।

রয়্যাল চেলেঞ্জার্স বেঙ্গালোরের ফ্র্যাঞ্চাইজি থেকে এমন আয়োজন করা হচ্ছে বলেও জানা যায়। এই ম্যাচের উদ্দেশ্য কেবলই যে নারী-পুরুষের সমান অধিকার বা সমতা নিশ্চিতে কাজ করা সেটাও সহজেই অনুমেয়। ইতোমধ্যে এই ম্যাচটিতে অংশ নেয়ার ব্যাপারে নিশ্চয়তা প্রদান করেছেন ভারত পুরুষ জাতীয় দলে অধিনায়ক বিরাট কোহলি, মহিলা ওয়ানডে জাতীয় দলের অধিনায়ক মিতালী রাজ, টি-টোয়েন্টি মহিলা দলের অধিনায়ক হারমানপ্রীত কৌর ও ব্যাটসম্যান ভেদা কৃষ্ণমূর্তি। এছাড়াও আইপিএলে বেঙ্গালোরের হয়ে যারা মাঠ মাতাচ্ছেন তারাও অংশ নিবেন বলে জানা যায়।

এদিকে এই ম্যাচ নিয়ে হারমানপ্রীত কৌর এক টুইট বার্তায় বলেন, ‘যদি পৃথিবীতে সমতা নিয়ে আসতে হয়, এমন সাহসী কাজ শুরু করতে হবে।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »