নিউজ ডেস্ক »
করোনা ভাইরাসে আক্রান্ত পুরো বিশ্বের প্রায় ১ কোটি মানুষ। এখনও কোটির অঙ্ক না ছুলেও এই সপ্তাহের ভিতরেই পৌছে যাবে বলে বার্তা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এদিকে বর্তমানে দক্ষিণ এশিয়ার অবস্থাও ভয়াবহ। বিশেষকরে পাকিস্তান এখন করোনা ভাইরাসের আতুর ঘর। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা।
পাকিস্তান ক্রিকেট দলেও হানা দিয়েছে এই অনুজীব। দলের ১০ জন ক্রিকেটারের কোভিড-১৯ পজিটিভ ধরা পড়ায় ভাবাচ্ছে পিসিবিকে। এদিকে ইসিবি সাফ জানিয়ে দিয়েছেন করোনা ভাইরাস পজিটিভ কাউকে দলের সঙ্গে নেওয়া যাবেনা। তাই এবার সফর নিয়ে নতুন করে ভাবছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
মোহাম্মদ হাফিজের কোভিড-১৯ পরিক্ষা নিয়ে একবার নেগেটিভ আবার পজিটিভ আসায় কোভিড-১৯ টেস্টের গ্রহনযোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই। পিসিবির করা টেস্টে পজিটিভ আসে মোহাম্মদ হাফিজের। পরের দিনই ব্যাক্তিগতভাবে পরিক্ষা করালে ফলাফল নেগেটিভ আসে হাফিজের। তবে তৃতীয় দফায় আবারও কোভিড-১৯ টেস্ট করানোর পরে আবারও কোভিড-১৯ পজিটিভ আসে মোহাম্মদ হাফিজের। তাই একবার কোভিড-১৯ আক্রান্ত হলে কোন ক্রিকেটারকে ২ দফায় পরিক্ষা দিয়ে কোভিড-১৯ নেগেটিভ প্রমাণ করলেই উড়াল দিতে পারবেন ইংল্যান্ডের উদ্দেশ্যে।
এক বিবৃতিতে ইসিবি জানান, ‘ইংল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা শুরুর আগে পাকিস্তান দলের সবাইকে টেস্ট করাতে হবে। করোনা আক্রান্ত ক্রিকেটারদের নতুন দলের সঙ্গে সফর করার অনুমতি নেই।’
এই অবস্থায় দলের ১০ জন ক্রিকেটারকে রেখে নতুন সদস্যদের কোভিড -১৯ পরিক্ষা করে দলে নিতে হবে তাদের৷ তাই এবার সফর নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে পিসিবিকে।
সফর নিয়ে পিসিবি কিছু না বললেও ইসিবি তাদের অফিসিয়াল টুইটারে আগামী ২৮’শে জুন অর্থাৎ রোববার পাকিস্তানের ইংল্যান্ড সফরের বিষয়টি নিশ্চিত করেছেন।
নিউজ ক্রিকেট/কেএমএএইচ