কোভিড ১৯ঃ খাবার ও মাস্ক নিয়ে মহাসড়কে শামি!

নিউজ ডেস্ক »

ভারতীয় ফাস্ট বোলার মোহাম্মদ শামি এবার করোনার বিরুদ্ধে লড়াইয়ে নেমেছেন। তার নিজ এলাকার মহাসড়কে সমগ্র ভারতজুড়ে চলমান লকডাউনে অন্যপ্রদেশে আটকে থেকে ঘরে ফিরতি মানুষদের মাঝে খাবার ও মাস্ক বিতরণ করছেন। তাছাড়া নিজ বাড়ি সাহশপুরেও একটি খাবার বিতরণ কেন্দ্র স্থাপন করেছেন।

বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সমগ্র ভারতজুড়ে চলছে লকডাউন। এক প্রদেশ থেকে অন্য প্রদেশে যাতায়াত বন্ধ রয়েছে। সাথে বন্ধ হয়ে গিয়েছে অসংখ্য শ্রমিকের কাজ। কাজ-কর্মহীন বেকার শ্রমিকরা নানাভাবে নিজেদের বাড়ি ফেরবার চেষ্টা করছেন। ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ শামিকে দেখা যায় তার নিজ এলাকা উত্তর প্রদেশের মহাসড়কে সেই সব অসহায়দের মানুষদের মাঝে খাবার ও মাস্ক বিতরণ করছেন।

সম্প্রতি এমনই একটি ভিডিও প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড তাদের ওয়েবসাইটে। ভিডিওটিতে দেখা যায় মোহাম্মদ শামি উত্তর প্রদেশের মহাসড়ক-২৪ এ খাবার বিতরণ করছেন। তার এই মহৎকাজের প্রশংসা করে  বিসিসিআই তাদের ওয়েবসাইটে এক বার্তায় বলেছে, ‘ভারত করোনার বিরুদ্ধে লড়াই করছে। শামি এই লড়াইয়ে এগিয়ে এসেছে। তিনি ২৪ নম্বর জাতীয় মহাসড়কে মানুষদের মাঝে খাবারের প্যাকেট ও মাস দিয়ে সাহায্য করছেন। নিজের বাড়ির পাশেও একটি খাবার বিতরণ কেন্দ্র খুলেছেন শামি।’

নিউজক্রিকেট/এমএস

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »