নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
কোভিড নেগেটিভ হয়েছেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। এর আগে গত ৫ জানুয়ারি কোভিড পজিটিভ হন তিনি।
মাউন্ট মঙ্গানুই টেস্টে নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারায় টাইগাররা। সেই টেস্ট জয় দিয়ে বাংলাদেশ গোটা ক্রিকেট বিশ্বেই বড়সড় চমক সৃষ্টি করে। বাংলাদেশের সকল ক্রিকেটপ্রেমির জন্য দিনটি ছিল অবশ্যই অত্যন্ত আনন্দের।
আর খুশির সেই দিনেই দুঃসংবাদ পান নান্নু। নমুনা পরীক্ষা করিয়ে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হন তিনি। যার ফলে এতদিন ছিলেন আইসোলেশনে। আজ (১৩ জানুয়ারি) আবারও নমুনা পরীক্ষা করা হলে এবারে ফলাফল এসেছে নেগেটিভ। নান্নুর পাশাপাশি উনার স্ত্রীর করোনা পরীক্ষার ফলাফলও নেগেটিভ এসেছে।