নিউজ ডেস্ক »
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতকে হারিয়ে ইতিহাস রচনা করে প্রথমবারের মত শিরোপা জয় করেছে বাংলাদেশের যুবারা। চরম উত্তেজনাপূর্ণ ঐ ম্যাচে ভারতকে ৩ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছিলো বাংলাদেশ। তবে এর পরেই ঘটে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা।
পচেফস্ট্রমে যুব বিশ্বকাপের ফাইনালে ভারতকে হারিয়ে ট্রফি জয়ের পরেই মাঠের ভেতরে বাংলাদেশ ও ভারতের ক্রিকেটারদের মধ্যে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটে। মেজাজ হারিয়ে বাংলাদেশের পতাকা ধরে টানাটানি করেছেন ভারতীয় ক্রিকেটাররা। প্রতিপক্ষের উদযাপন সহ্য করতে না পেরেই বাংলাদেশের এক ক্রিকেটারের হাতের পতাকা নিয়ে টানাটানি শুরু করেন এক ভারতীয় ক্রিকেটার।
সম্প্রতি “লকডাউন ক্রিকলোজি” নামক একটি ফেসবুক লাইভ সেশনে যুক্ত হয়ে বিশ্বকাপ ফাইনালের সেই অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে কথা বলেছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান। তার কাছে জানতে চাওয়া হলে রাকিবুল বলেন, বাংলাদেশ বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে ভারত সেটা মেনে নিতে পারেনি। আর ভারতীয় ক্রিকেটাররাই এসে শুরুতে পতাকা ধরে টানাটানি শুরু করে। এবং বাংলাদেশের ক্রিকেটারদের সাথে ধাক্কাধাক্কি শুরু করে। তবে ভুল দু’দলেরই ছিলো।
এ ব্যাপারে রাকিবুল জানান, ‘আমরা বিশ্বকাপ জিতেছি হয়তোবা ভারতীয়রা সেটা মেনে নিতে পারে নাই। ওরা আমাদের পতাকা ধরে টানাটানি করেছে। আমাদের প্লেয়ারদের সাথে ধাক্কাধাক্কি করেছে। আর সেখানে দু’দলেরই কিছু ভুল ছিলো। কিছু জিনিস আবেগ থেকে হয়ে গেছে। এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। তবে সেটা পরে আইসিসি ভালো করে তদন্ত করে যেটা ভালো মনে হয়েছে সেটাই করেছে।’
বাংলাদেশ সময়: ১০:২৫ এএম
নিউজক্রিকেট/ডিডিজি