নিউজ ডেস্ক »
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সব চেয়ে পরিশ্রমী ক্রিকেটার মুশফিকুর রহিম। করোনাভাইরাসের কারণে গত ৪ মাস তিনি মাঠে যেতে পারছেন না। করতে পারছেন না কোনোরকম অনুশীলন। এই অবস্থায় বাসায় পরিবারের সাথে সময় কাটাচ্ছেন বেশি। এই কোয়ারান্টাইন কিংবা গৃহবন্দী জীবনে মুশফিক এখন কি করছেন? লাখ লাখ ভক্তের হয়তো এই প্রশ্নটি করতে চেয়েছেন মুশফিককে। মুশফিক তাদের সবার জবাব দিলেন।
মুশফিক আজ তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোষ্টের মাঝে এমন কিছু প্রশ্নের উত্তর দিয়েছেন যেসব প্রশ্ন অনেক ভক্তই জানতে চান। মুশফিক তার দৈনন্দিন জীবনে এখন কি করছেন সেটিও জানালেন। তিনি জানান, তিনি প্রতিদিন কোরান তিলাওয়াত শুনেন, সাথে তার সহধর্মিণীকে অনেক কাজেই সাহায্য করছেন, শিখছেন রান্নাও।
মুশফিক তার পোষ্টে একটি অংশে লিখেন, ‘আমি ঘুম থেকে উঠেই ট্রেডমিলের সাহায্যে শরীর চর্চা করি। বাড়তি ওজন থাকলে কমানোর চেষ্টা করি। এরপর আমি আমার ছেলের সাথে খেলা করি। তাকে আমি আমার হাতে খাইয়ে দেয়। কুরআন তিলাওয়াত শোনা এখন আমার প্রতিদিনের অংশ হয়ে গেছে। ‘
মুশফিক তার সহধর্মিণীকে বিভিন্ন কাজে সাহায্য করে জানিয়ে আরও লিখেন, ‘পাশাপাশি আমার সহধর্মিণীকে বিভিন্ন কাজে সাহায্য করি। তার কাছ থেকে আমি বিভিন্ন রান্না শেখার চেষ্টা করছি। কিছু খাবারও রান্না করেছি।’
মুশফিকের এই পোষ্টে ফুটে উঠেছিলো তিনি কিভাবে ক্রিকেটটাকে মিস করছেন। তবে মিস করলেও তিনি পরিবারকে বেশ ভালোই সময় দিচ্ছেন তা তার অন্য উত্তর দেখলে বুঝায় যাচ্ছে।
নিউজক্রিকেট/রীম