স্টাফ রিপোর্টার »
বাংলাদেশ প্রিমিয়ার লিগ -২০২৩ আসরকে আরো প্রাণবন্ত করতে আজ(সোমবার) রাতে বাংলাদেশে আসছেন টি-টোয়েন্টির বিশ্বখ্যাত ফেরিওয়ালা ওয়েস্ট ইন্ডিজের সুনিল নারিন ও আন্দ্রে রাসেল। বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন এবং এই আসরে প্লে অফ নিশ্চিত করা চার দলের এক দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে আসরের বাকি ব্যাচগুলোতে মাঠ মাতাবেন এই দুজন।
বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মিডিয়া ম্যানেজার খান নয়ন। আগামীকাল মঙ্গলবার ফরচুন বরিশালের বিপক্ষে ম্যাচেই দুজনকে মাঠে পাওয়ার আশা করছে দলটি।
উল্লেখ্য, পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট পাকিস্তান সুপার লিগে (পিএসল) অংশ নিতে এবারের বিপিএল মাতিয়ে রাখা পাকিস্তানি ক্রিকেটাররা দলগুলো ছেড়ে যাচ্ছে। এই মুহুর্তে এই দুই ক্যারিবিয়ানের আগমন বিপিএলের রঙ ধরে রাখতে সাহায্য করবে।