fbpx

কিপিং ও ফিল্ডিং নিয়ে লিটনের ভাবনা-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 •  
 •  
 •  
 •  
 •  
 •  

টেস্ট ক্রিকেটে উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে দলে খেললেও রঙিন পোশাকে উইকেটরক্ষকের দায়িত্ব পান না লিটন দাস। যে কারণে দলে কিপিং ও ফিল্ডিং দুই বিভাগেই  কাজ করতে হয় তাকে। তাই উভয় বিভাগে ভালো করতে দুই রকম পরিকল্পনা করেন তিনি।

ওয়ানডে ও টি-টোয়েন্টিতে তিনি একজন ফিল্ডার হিসেবেই খেলেন। যখন ফিল্ডার হিসেবে খেলেন তখন তার লক্ষ্য থাকে যত তাড়াতাড়ি সম্ভব বলটিকে নিজের আয়ত্তে রাখা।

তিনি বলেন,”আমি ফিল্ডিংকে দুইভাবে দেখি। কিপিং করলে একরকম চিন্তাভাবনা থাকে এবং না করলে আরেক রকম চিন্তা থাকে। কিপিং করলে দায়িত্ব অনেক বেশি, পুরো দলটাকে সামলানোর। আবার নিজের কিছু দায়িত্ব থাকে, ক্যাচ নেওয়া, স্ট্যাম্পিং করা। তখন ওইকাজে মনোযোগ থাকে।’’

ফিল্ডিং করার সময় কোন দিকগুলোতে বেশি খেয়াল রাখলে ভালো করা যাবে সেই পরামর্শও দিয়েছেন লিটন।

তার ভাষ্যমতে,’‘আমি যেহেতু কিপিং করি সেই হিসেবে আমার হাত মোটামুটি ভালো, নিয়মিত ক্যাচিং অনুশীলনও করি। তবে সবসময়ই চেষ্টা থাকে বলের কাছে তাড়াতাড়ি যাওয়ার। তাহলে আমার জন্য সহজ হয়। ফিল্ডারদের জন্য ব্যাটসম্যানের ব্যাট দেখা অনেক গুরুত্বপূর্ণ। হাই ক্যাচ, যেকোনো ক্যাচিংয়েই অনুশীলন খুব গুরুত্বপূর্ণ। যত অনুশীলন করবেন বলের সাথে হাত ততটা সংযুক্ত হবে। অনুশীলনের কোনো বিকল্প নেই। ব্যাটসম্যান কোন দিক থেকে খেলতে চায় সেটি আগেই বুঝতে পারলে ফিল্ডিং সহজ হয়ে যায়।’’

 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •   
নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »