কিপিংটাকে এখনো মিস করেন মুশফিক!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

কিপিংয়ের সাথে বাংলাদেশের মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিমের সম্পর্কটা বেশ গাঢ়। কিপিং বেশ পছন্দের কাজ ও বলা চলে। সম্প্রতি অব্যাহতি নিয়েছেন লঙ্গার ভার্সনের কিপিং থেকে৷ উইকেটকিপার হিসেবে বাংলাদেশিদের মধ্যে নিঃসন্দেহে সেরাদের একজন বলা চলে তাকে। তবে কিছুটা সমালোচনার শিকার ও হয়েছিলেন তিনি কিপিংয়ের ধরণের জন্য।

কিপিং বাজে করেন এমনটা নাহ। তবে মাঝে মাঝে কখনো ক্যাচ মিস, কখনোবা রান আউট মিস মাঝে মাঝে দলের জন্য বিপজ্জনক হয়ে দাঁড়ায় । যা নিয়ে সমালোচিত হয়েছেন বেশি। আর অভিজ্ঞজনদের মত, মুশফিকের কিপিংয়ের থেকেও বেশি ব্যাটিংয়ে মনোযোগ দেওয়া উচিত।

সবার সিদ্ধান্তকে সম্মান জানিয়ে লাল বলের ক্রিকেটে ছেড়েছেন কিপিং। যার ফলে ব্যাটিং অর্ডারে একটু আগে নামার সুযোগ পাচ্ছেন। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে করেছেন ডাবল সেঞ্চুরি। তবে দিন শেষে যেন এখনো কিপিংয়ের মায়া কাটিয়ে উঠতে পারছেন নাহ এই ব্যাটসম্যান। এ নিয়ে গণমাধ্যমে দেওয়া বিবৃতিতে বলেন, কিপিং করেও অনেক সময় আমি ভালো ব্যাটিং করেছি। কিপিং এক্ষেত্রে আমাকে অনেকটাই সাহায্য করেছে। উইকেটের পিছনে থেকে আমি পিচের অবস্থা অনেকটাই অনুধাবন করতে পারি৷ উইকেটের পিছনে থাকার সুবিধা আমি এখনো অনুভব করি। এখনো মাঝে মাঝে লিটন থেকে পিচের অবস্থা জিজ্ঞেস করি। অথবা স্লিপে জিজ্ঞেস করি অবস্থা কেমন। সত্যিকার অর্থে আমি কিপিংটাকে এখনো অনেক মিস করি৷’

শুধুমাত্র ব্যাটিং করাটাকে আলাদা চাপ উল্লেখ করে মুশফিক বলেন- ‘এটা আরো বেশি চাপের। আগে আমার কাছে দু’টো অপশন ছিলো। কিছুটা সাহায্য হতো। এটা একটা সাইট। আমি বোলিং পারিনা। আমি মনে করি কিপিংটা আমার কাছে অনেকটা সহজ৷’

তবে বাস্তবতাকে অস্বীকার করছেন নাহ মুশফিক।কিপিং বাদ দেওয়ার ফলে ব্যাটিংয়ে অতিরিক্ত সময় দিতে পারছেন সেটা স্বীকার করেন মুশফিক। সাথে বয়সটাও যে বাড়ছে সেটাও অস্বীকার করছেন নাহ অভিজ্ঞ এই ব্যাটসম্যান।

তিনি বলেন – ‘বাস্তবতা অবশ্যই স্বীকার করতে হবে। আমার বয়স বাড়ছে সেটাও মানতে হবে৷ আমার এখন একটু বেশি মনোযোগী হওয়া প্রয়োজন। আমি মনে করি এখনি সময় ভিন্নকিছু চেষ্টা করার। আমাকে ভিন্নভাবে ভাবতে হবে। ফিল্ডিংয়ে থাকলে আমার মেজাজ শান্ত থাকায় ব্যাটিংয়ে ভালো মনোযোগটা আসে৷ দল যা সিদ্ধান্ত নিবে আমি অবশ্যই সেটাকে সম্মান করি৷ আল্লাহর রহমতে ভালোই দিন কাটছে, আয়া রাখছি এই ধারা অব্যাহত রাখার।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »