নিউজ ডেস্ক »
“গতির ঝড়ে থাকবে রেশ এক বলেই স্ট্যাম্প শেষ” এই স্লোগানে কানাডায় এক পেসার হান্টের আয়োজন করেছে চিটাগাং ভাইকিংস। পুরো বিশ্বের যেকোনো প্রান্তের পেস বোলাররা এই হান্টে যোগ দিতে পারবেন। এমন পেস বোলিং চ্যালেঞ্জে যোগ দিতে যাচ্ছেন দ্য মাস্টার ব্ল্যাস্টার্স ও বেঙ্গল টাইগার পেস বোলার আব্দুল নূর। গতির ঝড় তুলে যে সেরা পেসার হতে পারবেন তার জন্য রয়েছে ৫০০ কানাডিয়ান ডলার (প্রায় ৬০ হাজার বাংলাদেশী টাকা)।
ইনজুরির কারণে লম্বা সময় মাঠের বাইরে থাকা আব্দুল নূর তিন মাসের জন্য বাংলাদেশে এসেছিলেন। বাংলাদেশে এসে প্রায় প্রতিটা দিন নূর মেতেছিলেন ব্যাটে-বলের ক্রিকেট উন্মাদনায়। ইনজুরি কাটিয়ে আবারো নতুন করে নূর শুরু করেন অনুশীলন। বাংলাদেশে থাকাকালীন পুরো সিলেট বিভাগে প্রায় সব জায়গায়ই টেপ টেনিস ক্রিকেটে নিজের জাত চিনিয়েছেন তিনি। ছুটি কাটিয়ে কানাডা ফিরেও পুরোদমে ক্রিকেটে মেতে উঠেছেন নূর।
বাংলাদেশ টেপ টেনিস ক্রিকেটে দ্য মাস্টার ব্ল্যাস্টার্সের হয়ে বেশ কিছু ম্যাচে মাঠ মাতিয়েছিলেন এই টেপ টেনিস তারকা।
নিউজ ক্রিকেট ২৪ ডট কমকে আব্দুল নূর জানান, “লম্বা সময়ের জন্য ইনজুরির কারণে বল করতে পারিনি। তবে আমার কাঁধের ইনজুরি কাটিয়ে আবারো বল হাতে গতির ঝড় তোলার চেষ্টা করছি। বাংলাদেশে আমি অনেক ম্যাচ খেলেছি, একটু একটু করে পুরনো রিদমে ফিরতে পারছি বলে ভালো লাগছে। আমি চিটাগাং ভাইকিংসের পেসার হান্টে যাচ্ছি। আমি আশাবাদী ভালো কিছু হবে। সবাই আমার জন্য দোয়া করবেন।”