নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
চলতি বছরের ইংলিশ কাউন্টিতে পাকিস্তানি ক্রিকেটারদের অংশগ্রহণ চোখে পড়ার মত। কেননা এবার তারা সেখানে দাপট দেখিয়ে খেলা শুরু করছেন। যার ফলস্বরূপ কাউন্টির মাস সেরা ক্রিকেটারের খেতাব জুটেছে পেসার হাসান আলীর হাতে।
কাউন্টির এবারের আসরে হাসান আলী খেলছেন ল্যাঙ্কাশায়ারের হয়ে। ৬টি ম্যাচের জন্য ল্যাঙ্কাশায়ারের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। গত মাসে ল্যাঙ্কাশায়ারের হয়ে দুই ইনিংসে ৫ বা তারও বেশি উইকেট শিকার করেছেন হাসান। তার একটি হ্যাম্পশায়ারের বিপক্ষে (গোটা ম্যাচে ৬ উইকেট), আরেকটি গ্লুচেস্টারশায়ারের বিরুদ্ধে (গোটা ম্যাচে ৯ উইকেট)।
হাসান ছাড়াও বেশ কয়েকজন পাকিস্তানি ক্রিকেটার এবার কাউন্টির দলগুলোর সাথে চুক্তিবদ্ধ হয়েছেন। এদের মধ্যে আছেন আজহার আলী, হারিস রউফ, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ রিজওয়ান, নাসিম শাহ, শাদাব খান, শাহীন শাহ আফ্রিদি, শান মাসুদ ও জাফর গোহার।