কলিন সড়ক দুর্ঘটনায় হারিয়েছেন চোখ, সাথে ক্রিকেটও

জাকির আল হাসান »

কলিন মেলবান ১৯৪১ সালের ২৩ অক্টোবর কাউন্টি ডারহামের বার্নপফিল্ড এলাকায় জন্মগ্রহণ করেন।

বিখ্যাত ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেট তারকা ছিলেন ইংল্যান্ড ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন কলিন মেলবান। ১৯৬৬ থেকে ১৯৬৯ সময়কালে ইংল্যান্ড দলের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছেন।

১৯৬৬ সালের ২ জুন ওয়েস্ট ইন্ডিজের সাথে কলিন মেলবানের টেস্ট অভিষেক হয়। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়ার পরে ৯ টি টেস্ট ম্যাচ খেলেছেন মেলবান। ৯ ম্যাচে ৪৬.১৭ গড়ে ৬৫৪ রান করেন, ছোট এই টেস্ট ক্যারিয়ারে ২ হাফ সেঞ্চুরির পাশাপাশি ২ টা সেঞ্চুরিও রয়েছে।

ঘরোয়া প্রথম-শ্রেণীর ক্রিকেটে কাউন্টি ক্রিকেটে ডারহামের প্রতিনিধিত্ব করেছেন মেলবান। দলে তিনি মূলত ডানহাতি ব্যাটসম্যান হিসেবে খেলতেন। এছাড়াও, ডানহাতে মিডিয়াম পেস বোলিংয়েও দক্ষতা দেখিয়েছেন (অলি) ডাকনামে পরিচিত কলিন মিলবান।

ঘরোয়া প্রথম-শ্রেণীর ক্রিকেটে খেলেছেন নর্দাম্পটনশায়ারে, মেরিলেবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) ও পশ্চিম অস্ট্রেলিয়ার হয়ে। প্রথম-শ্রেণীর ক্রিকেটে ৩৩.০৭ গড়ে ২৫৫ ম্যাচে ১৩২৬২ রান করেন, ৭৫ টি হাফ সেঞ্চুরির পাশাপাশি ২৩ টি সেঞ্চুরিও রয়েছে। ডানহাতি মিডিয়াম পেস বোলিংয়ে নিয়েছেন ৯৯ উইকেট,ক্যারিয়ারে পাঁচ উইকেট নিয়েছেন একবার (৫৯ রানে ৬ উইকেট)।

১৯৬৯ সালের ২৩ মে বাড়ি ফেরার পথে মারাত্মক সড়ক দূর্ঘটনার শিকার হন। কলিন মিলবান তার বাম চোখ হারান সড়ক দুর্ঘটনায়। দুর্ঘটনায় কলিন মেলবানের ডান চোখ ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত চোখ নিয়েই খেলার জগতে ফিরে আসেন। ৮ জানুয়ারি, ১৯৭১ সালে দ্য টাইমসে তার অবসরের কথা উল্লেখ করা হয়। তা সত্ত্বেও, ১৯৭৩ ও ১৯৭৪ সালে খেলায় অংশ নেন। তবে, ব্যাটিং গড় কমতে থাকে তার। প্রথম-শ্রেণীর ক্রিকেট থেকে অবসর নেয়ার পর লীগ ক্রিকেটে খেলা চালিয়ে যেতে থাকেন। ২৮ ফেব্রুয়ারি, ১৯৯০ সালে নিউটন আয়ক্লিফ এলাকায় হৃদরোগে আক্রান্ত হন তিনি। এরপর অ্যাম্বুলেন্স সহযোগে হাসপাতালে প্রেরণকালে তার মৃত্যু ঘটে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »