https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-1/c0.0.240.240a/p240x240/51944597_2359806007364192_9161774462004101120_n.jpg?_nc_cat=102&_nc_eui2=AeFcipYmUQ-zg44wTqI_uZtpFgfJ4Exn1XfSEN67qwlIW2D6Rn9MoK6IjCWRQM0f2UXeldOwo28xNalSOoWbLYyQiCB4RD_YmCz3baSliAHc9w&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=340b0eaa925f43012c08a04eecfc634d&oe=5D09FC50 »
রাজস্থান রয়্যালসের বিপক্ষে সহজ জয় তুলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। আইপিএলের ২১তম ম্যাচে রাজস্থানকে তারা হারিয়েছে ৮ উইকেটের বিশাল ব্যবধানে।
টস হেরে ব্যাট করতে নামা রাজস্থান রয়্যালস শুরুর থেকেই ব্যাট করতে থাকে মন্থর গতিতে। দলীয় ৫ রানে ওপেনার রাহানে ফিরে গেলে জুটি গড়েন স্মিথ এবং জস বাটলার। দুজনেই ধীর গতিতে ব্যাট চালাতে থাকেন। ৩৪ বল মোকাবেলা করে বাটলারের ব্যাট থেকে আসে মাত্র ৩৯ রান। অন্যদিকে ৫৯ বল মোকাবেলা করে ইনিংস সর্বোচ্চ ৭২ রান করেন স্মিথ। নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে মাত্র ১৩৯ রান স্কোরবোর্ডে যোগ করে রাজস্থান।
১৪০ রানের ছোট লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই আগ্রাসী ব্যাট চালান কলকাতার ব্যাটসম্যানরা। ওপেনিং জুটিতে ক্রিস লিন এবং নারাইন গড়েন ৯১ রানের জুটি। ২৫ বলে ৪৭ রানের ঝড়ো ইনিংস খেলে নারাইন আউট হলে অপর প্রান্তে থাকা লিন ৩২ বল মোকাবেলা করে তুলে নেন ফিফটি। শেষের দিকে রবিন উথাপ্পার ১৬ বলে ২৬ রানের ইনিংসে ভর করে মাত্র ১৩.৫ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর করে কলকাতা নাইট রাইডার্স।