কলকাতাকে হারিয়ে শীর্ষে চেন্নাই

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-1/c0.0.240.240a/p240x240/51944597_2359806007364192_9161774462004101120_n.jpg?_nc_cat=102&_nc_eui2=AeFcipYmUQ-zg44wTqI_uZtpFgfJ4Exn1XfSEN67qwlIW2D6Rn9MoK6IjCWRQM0f2UXeldOwo28xNalSOoWbLYyQiCB4RD_YmCz3baSliAHc9w&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=340b0eaa925f43012c08a04eecfc634d&oe=5D09FC50 »

কলকাতাকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ স্থানে উঠলো চেন্নাই সুপার কিংস। কলকাতার দেয়া মাত্র ১০৯ রানের টার্গেট ৩ উইকেট হারিয়েই পার করে যায় চেন্নাই।

শুরুতে টস হেরে ব্যাট করতে নামা কলকাতার ব্যাটিং লাইনআপে প্রথম থেকেই ধস নামতে শুরু করে। দলী ৯ রানেই টপ অর্ডারের ৩ ব্যাটসম্যান বিদায় নিলে ব্যাটিং বিপর্যয়ে পড়ে তারা। সেই বিপর্যয় আর কাটিয়ে উঠতে পারেনি কলকাতা। আন্দ্রে রাসেলের অপরাজিত ৫০ এবং উইকেট রক্ষক দীনেশ কার্তিকের ১৯ রান ও উথাপ্পার ১১ রান ব্যতীত বাকি ৮ ব্যাটসম্যানের কেউই নিজেদের ব্যক্তিগত রান দুই অঙ্কের ঘরে নিয়ে যেতে পারেননি।

১০৯ রানের মামুলি টার্গেটে খেলতে দলীয় ১৮ রানে প্রথম উইকেটের পতন ঘটে চেন্নাইর। তবে সেটা কোনো বিপর্যয় ডেকে আনেনি। চেন্নাইর ব্যাটসম্যানরা দেখেশুনে ব্যাট চালিয়ে নির্ধারিত ২০ ওভারের ১৬ বল আগেই জয় তুলে নেয় ৩ উইকেট হারিয়ে। দলের পক্ষে ইনিংস সর্বোচ্চ ৪৩ রান আসে ফাফ ডু প্লেসিসের ব্যাট থেকে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »